সিডনিতে বুমরাহ ওয়ার্ম আপের সময়ও বোলিং করেননি। যা দেখে রিকি পন্টিং বলেন, ‘ওরা বলছে বটে পিঠে ব্যথা, কিন্তু আমার জন্য বিষয়টা আরও চিন্তার মনে হচ্ছে। ও সিঁড়ি দিয়ে উঠছে, মাঠের বাইরেও দৌড়াচ্ছে। এটা পিঠে ব্যথার লক্ষ্মণ নয়। আশা করব, যাতে ও কয়েক বছর আগের মতো আবারও দীর্ঘদিনের জন্য চোটের কারণে ছিটকে না যান ’।