Chris Jordan creates history: জর্ডন তাঁর দেশের প্রথম বোলার, যিনি টি২০ আন্তর্জাতিকে হ্যাটট্রিক করলেন। পাশাপাশি তিনি স্পর্শ করেন কার্টিস ক্যাম্ফারের অনন্য নজিরও। ২০২১ টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে এক ওভারে চার উইকেট নেওয়া ক্যাম্ফারের পরে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছে জর্ডন।