Sharad Special Yog 2022 Astrology:হিন্দুশাস্ত্র মতে বলা হচ্ছে , দুর্গাপুজোর নবদুর্গার পুজোয় বা নবরাত্রির সময় এক বিশেষ যোগ তৈরি হচ্ছে। এরফলে বিশেষ এক সুপ্রভাব পড়তে চলেছে পঞ্চমীর আগেই। নবরাত্রির তিথি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে। আর তা সেষ হচ্ছে ৫ অক্টোবর। বছরে মোট ৪ টি নবরাত্রি হয়। ২ টি গুপ্ত নবরাত্রি ও ২ টি প্রত্যক্ষ নবরাত্রি।