Lander Rover wake-up latest update: মাইনাস ২০০ ডিগ্রিতেও কাজ করেছে ল্যান্ডার রোভার! এখনও জেগে উঠতে পারে, আশা ISRO-র Updated: 20 Oct 2023, 12:20 AM IST Ayan Das মাসখানেক আগে চন্দ্রযান-৩ মিশনের ‘রোভার প্রজ্ঞান’ জেগে উঠবে বলে আশাবাদী ছিল ইসরো। তবে এখনও জেগে ওঠেনি রোভার। তারইমধ্যে ভালো খবর দিলেন ভারতীয় মহাকাশ সংস্থার প্রধান এস সোমনাথ। তিনি জানিয়েছেন যে রোভার জেগে উঠতে পারে।