Chandrayaan 3: 'চন্দ্রযান ৩' এর ছোট্ট মডেল নিয়ে তিরুপতিতে ইসরোর বিজ্ঞানীরা, চন্দ্রাভিযানের টাইমলাইন একনজরে Updated: 13 Jul 2023, 07:28 PM IST Sritama Mitra চার বছর আগে, মন ভেঙেছিল ১৩০ কোটি ভারতবাসীর। 'চন্দ্রযান ২' লক্ষ্যের উদ্দেশে রওনা হয়েও তা শেষমেশ আর স্বপ্নপূরণ করতে পারেনি। এরপর চাঁদের মাটিতে পা রাখার উদ্দেশ্য নিয়ে রওনা হচ্ছে 'চন্দ্রযান ৩'।