BCCI AGM: মহারাজকীয় মেজাজে এলেন সৌরভ, ঠিক কী হচ্ছে পাঁচতারা হোটেলের বলরুমে? Updated: 18 Oct 2022, 10:44 AM IST Sanjib Halder ১৮ অক্টোবর BCCI-এর বার্ষিক সাধারণ সভা। এই বৈঠকের দিকে গোটা ভারতীয় ক্রিকেটের নজর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায়ের দিনে দায়িত্ব বুঝবেন রজার বিনি। এই বৈঠকে সদস্যরা আলোচনা করবেন যে বিসিসিআই তরফ থেকে আইসিসি চেয়ারম্যান পদের জন্য প্রার্থী দেওয়া হবে নাকি।