AUS vs NED: ১০ ওভারে ১১৫ রান খরচ- লিস্ট ‘এ’ ক্রিকেটে লজ্জার নজির ডাচের, শাপমুক্তি ভারতীয়ের Updated: 25 Oct 2023, 07:45 PM IST Ayan Das দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চরম লজ্জার মুখে পড়লেন নেদারল্যান্ডসের বাস ডি'লিড। ১০ ওভারে ১১৫ রান খরচ করে সেই চরম লজ্জার মুখে পড়েন ডাচ তারকা। এতদিন সেই লজ্জার রেকর্ড ছিল এক ভারতীয়ের নামে। এবার সেই লজ্জার বোঝা নিয়ে বেড়াতে হবে ডাচ লিডকে।