শুরুতে এগিয়ে থাকলেও সোনা এল না। তবে তাতে ইতিহাস গড়লেন তেজস্বিন শংকর। ৪৯ বছর পর এশিয়ান গেমসে ডেকালথন থেকে ভারতকে পদক এনে দিলেন। যিনি কয়েকদিন আগেও হাইজাম্পার ছিলেন। সেখান থেকে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। ২০১১ সালে ভারতিন্দর সিংয়ের গড়া রেকর্ডের থেকে আট পয়েন্ট বেশি পেয়েছেন।