Redeveloped images of WB stations: বনগাঁ-নৈহাটিতে AC ওয়েটিং রুম, মধ্যমগ্রাম হবে 'বিদেশ', কেমন দেখাবে ৩ স্টেশনকে?
Updated: 22 Feb 2024, 10:05 PM ISTবনগাঁ এবং নৈহাটিতে তৈরি হচ্ছে বাতানুকূল ওয়েটিং রুম। সঙ্গে মানোন্নয়ন করা হচ্ছে পরিকাঠামোর। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে ওই দুটি স্টেশনের। সেইসঙ্গে মধ্যমগ্রাম স্টেশনকে একেবারে নয়া রূপে সাজিয়ে তোলা হচ্ছে। কেমন দেখতে হচ্ছে ওই তিনটি স্টেশনকে, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি