6th Pay Commission Salary Hike: ডিএ নয়, বাড়বে বেতন? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা, অপেক্ষা ১২ জুনের Updated: 14 May 2024, 07:20 AM IST Abhijit Chowdhury এই রাজ্যে ১২ জুন পর্যন্ত বলবৎ থাকবে আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে আচরণবিধি শিথিল হলেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর আসতে পারে। এদিকে প্রত্যাশিত 'সুখবর' না এলে সরকারি কর্মীরা জোরদার আন্দোলনে নামতে পারেন বলে জানা যাচ্ছে।