২০১৩ সালের পর থেকে ১০ বছর কেটে গেল- আইসিসি ট্রফি সেই অধরাই থাকল ভারতের। ২০২৩ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ভারত স্বপ্ন দেখিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ১৪০ কোটির দেশের মন ভাঙল। ভারত ফাইনাল বা সেমিফাইনালে উঠেও কোনও আইসিসি ট্রফিই স্পর্শ করতে পারেনি। প্রকৃত চোকার্স হয়ে উঠেছে তারা।