বেশ কিছু ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেও ৬-৭% ইন্টারেস্ট পাওয়া সম্ভব। কিন্তু, সেক্ষেত্রে রয়েছে বিশেষ শর্তাবলী।প্রথমত, আপনারে বেশি পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে জমা রাখতে হবে। সেই উর্ধ্বসীমা পার করলে তবেই মিলবে বেশি হারের সুদ।দ্বিতীয়ত, সেই সেভিংসের একটি নির্দিষ্ট অংশ পর্যন্তই বেশি হারে সুদ পাবেন।উদাহরণস্বরূপ, উত্কর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের সুদের নীতি ধরা যেতে পারে। সেখানে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত রাখার ক্ষেত্রে পাবেন ৫% পর্যন্ত হারে সুদ।আবার সেই একই অ্যাকাউন্টে ১ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত রাখলে পাবেন ৬% হারে সুদ। আবার ২৫ লক্ষ টাকারও বেশি রাখলে পাবেন ৭.২৫% হারে সুদ।বন্ধন ব্যাঙ্ক :বন্ধন ব্যাঙ্ক একটি টায়ার সিস্টেমে সুদের বিন্যাস করে।১ লক্ষ টাকা পর্যন্ত : ৩%১ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা : ৬%১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা : ৬.৫৫%মাল্টিপল অপশন :IDFC ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা রাখার ক্ষেত্রে ৫% হারে সুদ পাবেন।অন্যদিকে কোনও ব্যক্তির ধরুন ২৫,০০০ টাকা আছে সেভিংস অ্যাকাউন্টে, সেক্ষেত্রে তিনি ৪% হারে সুদ পাবেন।আবার ধরুন কারও ব্যালেন্স ৫ লক্ষ টাকা, তিনি ১ লক্ষ টাকা পর্যন্ত ৪% হারে সুদ পাবেন। বাকি ৪ লক্ষ টাকায় ৪.৫% হারে মিলবে সুদ।