ইল মাছের ভয়ানক বৈদ্যুতিক শকের কথা অনেকেই শুনেছেন। কিন্তু তা যে কতটা মারাত্মক শক্তিশালী হয়, তা ধরা পড়ল ভিডিয়োয়। ইল মাছের ৮৬০ ভোল্টের ঝটকায় মৃত্যু হল কুমিরের। শিকার হওয়া থেকে আত্মরক্ষার্থেই ঝটকা দেয় ইল মাছটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়োটি আসলে বেশ পুরনো। ব্রাজিলের এক মত্স্যজীবীর ফোনের ক্যামেরায় এই ঘটনা ধরা পড়ে। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, জলাশয়ের পাড়ে একটি ইল মাছ পড়ে আছে। সেটিকেই ধরার জন্য অপেক্ষায় একটি কুমির। সুযোগ বুঝে ইল মাছটিকে আক্রমণ করে কুমিরটি। চেপে ধরে দুই চোয়ালের মাঝে। আর তারপরেই ইল মাছটি 'ডিফেন্স মোডে' চলে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝটকা দেয়। তাতে কাঁপতে শুরুর করে কুমিরটি। শেষমেশ ছটফট করতে করতে মৃত্যু হয়।
তবে দাঁতের মাঝে চেপে ধরায় ইল মাছটিও আর বেঁচে নেই। তবে মৃত্যুর আগে নিজের শিকারীকেও ঘায়েল করে গেছে সে। দেখুন সেই ভাইরাল ভিডিয়ো:
ইল মাছের এমন ভিডিয়ো আগে দেখেছেন? ভিডিয়োটি আপনার কেমন লাগল, জানান কমেন্টে।