শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা দিল মালবাহী ট্রেন। অন্তত আটজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন জয়া ভার্মা সিনহা।
সিনহা সাংবাদিকদের বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি মানুষের ভুল, তবে তদন্তের পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব। তিনি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে (কার্গো ট্রেনের চালক) দুর্ঘটনায় মারা গেছেন। সুতরাং ঠিক কী ঘটেছিল তা জানার কোনও নির্দিষ্ট উপায় আমাদের কাছে নেই। পরিস্থিতি থেকে আমরা যতটুকু আঁচ করতে পারি, মনে হয় সিগন্যালের প্রতি অবহেলা ছিল।
উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সকাল ৮টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেল জোনের বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে যাত্রা শুরু হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছিল কলকাতার শিয়ালদা স্টেশনে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র সব্যসাচী দে জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে তিনজন রেলকর্মী। লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের পিছনের চারটি বগির মধ্যে কেবল একটি যাত্রীবাহী কোচ ছিল, বাকি তিনটি জিনিসপত্র বহন করছিল। তিনি আরও জানান, কনটেইনার বহনকারী কার্গো ট্রেনের পাঁচটি ওয়াগনও লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বগিগুলি একেবারে একটা ওপরের উপরে উঠে গিয়েছে। একটি বগি উপরদিকে উল্লম্বভাবে উঠে গেছে।
রেল আধিকারিকরা জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে কামরাগুলি অক্ষত ছিল সেগুলি ঘটনাস্থল থেকে বাদ দিয়ে ফের শিয়ালদার দিকে রওনা দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনাকে 'দুঃখজনক' বলে বর্ণনা করেছেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকাজ চলছে। রেলমন্ত্রী শ্রী @AshwiniVaishnaw দুর্ঘটনাস্থলের পথে রয়েছেন।
বৈষ্ণব জানিয়েছেন, মৃত্যুর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, গুরুতর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা এবং সামান্য আঘাতের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
দুর্ঘটনার জন্য চালককে দায়ী করে রেলের বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে লোকো পাইলটদের সংগঠন। ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিংম্যান অর্গানাইজেশনের (আইআরএলআরও) কার্যকরী সভাপতি সঞ্জয় পান্ধি বলেন, 'প্রিয় লোকো পাইলট মারা গেলে এবং সিআরএস তদন্ত মুলতুবি থাকা অবস্থায় তাকে দায়ী ঘোষণা করা অত্যন্ত আপত্তিজনক।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্য়েই এই দুর্ঘটনা নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। এক রেল আধিকারিক জানিয়েছেন, মনে হচ্ছে মালগাড়ির চালক সিগন্যাল না দেখে চালিয়ে দিয়েছিলেন। এদিকে এনডিআরএফ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। বহু ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।