বাংলা নিউজ > ঘরে বাইরে > ওটা শ্যুটিংয়ের জায়গা না কি, JNU-তে যাওয়ায় দীপিকাকে আক্রমণ দিলীপের
দিল্লিতে বামপন্থী ছাত্রদের বিক্ষোভে যোগ দেওয়ায় এবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোষানলে পড়লেন বলি অভিনেত্রী দীপিকা পাদুকোন। বুধবার এক সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, ওটা তো কোনও শ্যুটিংয়ের জায়গা নয়, তাহলে গিয়েছিলেন কেন?
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমি জানি না উনি কেন গিয়েছিলেন। ওটা কোনও শ্যুটিংয়ের জায়গা নয়। বিভ্রান্তি ছড়ানো যুক্তিসংগত নয়। বরং জেএনইউতে পড়াশুনোর পরিবেশ যাতে ফেরে সেই চেষ্টা করা উচিত।’
বলে রাখি, জেএনইউতে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে যান বলি অভিনেত্রী দীপিকা। কথা বলেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে। ছাত্রদের পাশে থাকার বার্তা দেন তিনি। এর পরই গেরুয়া শিবিরের চক্ষুশূল হয়েছেন দীপিকা। তাঁর ছবি ‘ছপক’ বয়কটের ডাক দিয়েছেন একাধিক বিজেপি নেতা।
পরবর্তী খবর