বাংলা নিউজ > ঘরে বাইরে > Solar Panel: ছাদের টালি থেকে উৎপাদিত হচ্ছে সৌরবিদ্যুৎ! অভাবনীয় উদ্যোগ ব্যক্তির

Solar Panel: ছাদের টালি থেকে উৎপাদিত হচ্ছে সৌরবিদ্যুৎ! অভাবনীয় উদ্যোগ ব্যক্তির

ছাদের টালি থেকে উৎপাদিত হচ্ছে সৌরবিদ্যুৎ! অভাবনীয় উদ্যোগ ব্যক্তির। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

জার্মানির বাড়িঘরের ছাদের উপর বিপ্লব আসতে চলেছে৷ কর্নেলিউস পাউল একেবারে নতুন ধরনের টাইল সৃষ্টি করেছেন, যেগুলি একইসঙ্গে সোলার মডিউলও বটে৷ তাছাড়া সাধারণ টালির মতো সেগুলি ভবনের সুরক্ষাও নিশ্চিত করে৷

জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে শুধু পরিবহণ ক্ষেত্রে নয়, দৈনন্দিন জীবনে সবক্ষেত্রেই জ্বালানি সাশ্রয়ের তাগিদ বাড়ছে৷ জার্মানির এক উদ্যোগপতি এক অভিনব উপায়ে সেই কাজে অবদান রাখছেন৷

জার্মানির বাড়িঘরের ছাদের উপর বিপ্লব আসতে চলেছে৷ কর্নেলিউস পাউল একেবারে নতুন ধরনের টাইল সৃষ্টি করেছেন, যেগুলি একইসঙ্গে সোলার মডিউলও বটে৷ তাছাড়া সাধারণ টালির মতো সেগুলি ভবনের সুরক্ষাও নিশ্চিত করে৷

সেই টাইল দিয়ে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যায়৷ যতক্ষণ সূর্যের আলো থাকে, তত সময় ধরে এক পরিবারের চাহিদার তুলনায় বরং বেশি বিদ্যুৎ সৃষ্টি হয়৷ সোলার টাইলের উদ্ভাবক কর্নেলিউস পাউল বলেন, ‘আমরা সহজ হিসাব করতে পারি৷ ছাদের উপর ১,০০০ টাইলের সর্বোচ্চ ক্ষমতা ১০ কিলোওয়াট৷ জার্মানির কোনও জায়গায় বছরে প্রায় ৯,০০০ কিলোওয়াট আওয়ার, কোথাও বা ১০,০০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে৷ অন্য বিষয়টি হল, প্রায় ২০ বছরে সেই টাইল কেনা ও বসানোর ব্যয় উঠে আসার কথা৷'

এই ভবনে সোলার টাইল বসাতে প্রায় ৪০,০০০ ইউরো ব্যয় হয়েছে৷ সাধারণ ছাদের উপর আলাদা করে সোলার প্যানেল বসানোর ব্যয়ের তুলনায় সেই অঙ্ক বেশ কয়েক হাজার ইউরো বেশি৷

পথিকৃৎ হিসেবে বিপ্লবীদের সবসময় সমস্যার মুখে পড়তে হয়৷ তাঁর উদ্ভাবনী টাইল উৎপাদনের জন্য এখনও হাতে করে অনেক কাজ করতে হয়৷ ফলে জার্মানির পূর্বাঞ্চলে নিজস্ব কারখানায় উৎপাদনের ব্যয়ও বেড়ে যায়৷

আরও একটি বাধা হল, তাঁর নতুন পণ্যকে অত্যন্ত নির্ভরযোগ্য হতে হবে, যাতে কয়েক দশক ধরে বিঘ্ন ছাড়াই টাইল মজবুত থাকতে এবং বিদ্যুৎ উৎপাদনের কাজ চালিয়ে যেতে পারে৷ কর্নেলিউস বলেন, ‘সোলার মডিউল, তার উপরের সোলার ল্যামিনেট প্রথাগত প্রক্রিয়ায় তৈরি করা হয়৷ এই শিল্পক্ষেত্র কোটি-কোটি বার সেগুলি হাতেনাতে যাচাই করেছে৷ উপাদান হিসেবে পরীক্ষিত হওয়ায় আমার মনে কোনও দুশ্চিন্তা নেই৷'

সম্প্রতি রোবটও কাজে লাগানো হচ্ছে৷ ফলে কর্নেলিউস আরও বেশি পরিমাণে এবং আরও সস্তায় উৎপাদন করতে পারছেন৷ দামী সরঞ্জাম কেনার সামর্থ্য নিশ্চিত করতে তিনি বিনিয়োগকারীদের নিজের কোম্পানির অংশীদার করেছেন৷ এভাবে নতুন কোম্পানির প্রতি আস্থা আদায় করতে পেরেছেন তিনি৷ কর্নেলিউস পাউল বলেন, ‘২০১১ সালে আমরা মাত্র তিনজনকে নিয়ে কাজ শুরু করেছিলাম৷ এখন প্রায় ৭০ জন কর্মী সক্রিয় রয়েছেন৷ গত বছর আমাদের টার্নওভার দ্বিগুণ হয়ে ৫০ লাখ ছুঁয়েছে৷ চলতি বছর আমরা সেটা পাঁচ বা ছয় গুণ করতে চাই৷'

আরও পড়ুন: Solar light in Kolkata: নববর্ষে কলকাতার ৩০ টি বসতি এলাকায় সৌর আলো লাগাবে পুরসভা

জ্বালানি সংকটের কারণে জার্মানির অনেক বাসার মালিকের মনে নিজস্ব জ্বালানি উৎপাদনের তাগিদ বাড়ছে বলে উদ্যোগপতি হিসেবে কর্নেলিউস সেই সুযোগের সদ্ব্যবহার করছেন৷ সেইসঙ্গে সম্প্রতি এমন উদ্যোগের জন্য আরও মোটা অঙ্কের রাষ্ট্রীয় সহায়তা পাওয়া যাচ্ছে, যে ক্ষেত্রে বেশি জটিলতা ছাড়াই ভবনের রূপান্তর ঘটানো যায়৷ একটি ভবনের সংস্কারের বর্ণনা দিয়ে কর্নেলিউস বলেন, ‘ছাদে কয়েকটি জায়গায় গর্ত করা হচ্ছে৷ সেখান দিয়ে প্লাস ও মাইনাস কেবল ঢোকানো হবে৷ সেই তার কেবেল চ্যানেলের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ইনভার্টার রয়েছে৷'

কোটি-কোটি ইউরো অঙ্কের বাজারে এই ‘টাইল বিপ্লবী' এখনও ছোট আকারে ব্যবসা করছেন৷ তবে কোনও এক সময়ে তাঁর সোলার টাইল জার্মানিতে বড় আকারে বিক্রি হবে বলে তিনি নিশ্চিত৷ কর্নেলিউস পাউল মনে করেন, ‘জার্মানিতে দেড় কোটি এমন বাড়ি রয়েছে, যেখানে একটি বা দুটি পরিবার বাস করে এবং আগামী ৩০ বছরের মধ্যে যেগুলির জ্বালানি কাঠামোর সংস্কার করতে হবে৷ হয়তো ছাদও খুব পুরানো হয়ে গেছে৷ সেই হিসেব অনুযায়ী বছরে প্রায় পাঁচ লাখ ছাদের সংস্কার, অর্থাৎ ২০ থেকে ৩০ কোটি সোলার টাইল সেখানে লাগানো হতে পারে৷ আমরা সেই ধরনের কাজের মাধ্যমে সে ক্ষেত্রে অবদান রাখার আশা করছি৷'

আরও পড়ুন: Solar LED Light: সস্তায় সৌর বালব! লাগান উঠোন, বারান্দা বা ঘরে, কমবে বিদ্যুৎ বিল

জার্মানির মানুষ কিন্তু সাধারণত মূল্যের বিষয়ে অত্যন্ত সচেতন৷ ফলে তাদের মন জয় করা কঠিন হবে৷ কিন্তু আপাতত যুগের হাওয়া তাঁর জন্য সুবিধা বয়ে আনছে৷ টাইলের কার্যকরিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়লে দীর্ঘমেয়াদী ভিত্তিতে সম্ভবত আরও ক্রেতা পাওয়া যাবে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক

পরবর্তী খবর

Latest News

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট

Latest nation and world News in Bangla

বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট পুরী থেকে নিমকাঠ ‘হাতিয়ে’ জগন্নাথ-মূর্তি দিঘাতে? চেপে ধরল ওড়িশা, এবার তদন্ত! যেকোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি! ভূমিকম্পের পরই সতর্ক চিলি, আর্জেন্টিনা বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটকগামী রাস্তা, পর্যটকদের জন্য় কখন ছাড় থাকছে? পাকিস্তান জঙ্গি দেশ! প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী উপবাসে আলিঙ্গন মৃত্য়ুকে, কী এই নিয়ম? ভারতে প্রথম শিশু পালন করল এই রীতি পহেলগাঁও হামলা থেকে শিক্ষা, চার ধাম যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! থাকছে…

IPL 2025 News in Bangla

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.