থানার ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকা বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ। পুণের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বাসস্ট্যান্ডের দফতরে ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। কিন্তু অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ে (৩৬) এখনও পলাতক। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রভাবশালীর বিরুদ্ধে মিলেছে প্রমাণ? মা-বাবা কেন হঠাৎ দিল্লির পথে?)
তবে পুলিশ রিপোর্ট বলছে, কয়েকদিন আগেই জামিন পেয়েছিল সে! অর্থাৎ এক অপরাধের পর জামিনে মুক্ত হয়ে আরেক অপরাধ করেছে ওই ব্যক্তি। পুলিশের ৮টি টিম এখন তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: এমন ঘটনা কি আগেও ঘটেছে? পুণেতে বাসে পড়ে একাধিক কন্ডোম, অন্তর্বাস, মদের বোতল!
নির্যাতিতার অভিযোগ ছিল, ভোর ৫টা নাগাদ পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সে বলে, ডিপোয় 'শিবসহী'র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তার কথা শুনে তিনি বাসে উঠে যান। তারপরই ঘটে বিপত্তি। বাসস্টপের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত যুবককে চিহ্নিত করতে পারে পুলিশ। জানা যায়, তাঁর নাম রামদাস গাড়ে। তাঁর বিরুদ্ধে পুণে এবং সংলগ্ন অহিল্যনগর জেলায় চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে জেলেও গেছিল সে। তবে ২০১৯ সালে জামিন পায়। কয়েক মাস আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই পুলিশ খুঁজছিল তাঁকে। এবার সেই ব্যক্তির বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। (আরও পড়ুন: পানাগড়কাণ্ডে সহযাত্রীদের ওপরও সন্দেহ? ‘নয়া দাবি’ শুনে সুতন্দ্রার মা বললেন…)
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তের ঠিকানা পেতে মরিয়া পুলিশ। রামদাসের ভাইকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। পুলিশ জানিয়েছে, স্বরগেট বাস স্টেশন এবং আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে খুঁজে বের করতে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হচ্ছে।
পুলিশ বলছে, ভোরবেলা হওয়ায় বাসস্টপে হাতে গোনা কিছু লোক ছিলেন। তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলে দরজা বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তরুণীর দাবি, ধর্ষণের পর তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল সে। তারপর বাস থেকে নেমে পালিয়ে যায় অভিযুক্ত।
অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীসের সরকারকে তুলোধনা করছেন বিরোধীরা। কংগ্রেসের বক্তব্য, রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। মহিলাদের বিনামূল্যে নানা পরিষেবা দিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। কিন্তু তাঁদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে বলেছেন, ‘‘সমাজবিরোধীরা কাউকে ভয় পাচ্ছে না। স্বরাষ্ট্র দফতর পুণেতে অপরাধ দমন করতে ব্যর্থ হয়েছে।’’