জম্মু ও কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের ৫ জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার সরকারি মুখপাত্র জানান, রামবান জেলার গুল এলাকায় হিজবুল মুজাহিদিনের ৫ জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই পাঁচ জঙ্গি হল সাঙ্গালদানের ৪৮ বছর বয়সি সেরাজ দিন (৪৮), ডালওয়ারের রেয়াজ আহমেদ (৪৫), বাঞ্জ ভীমদাসারের ফারুক আহমেদ (৪৬) এবং মহম্মদ আশরাফ (৫০) এবং মোইলার মুশতাক আহমেদ (৪৭)। ওই ৫ জঙ্গিই বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে এবং সেখান থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছে।
ওই সরকারি মুখপাত্র বলেন, জঙ্গি কার্যকলাপের অর্থায়নের জন্য ওই জঙ্গিরা উপত্যকার সম্পত্তি বিক্রির চেষ্টা করছিল। 'গুল এলাকার ওই ৫ সন্ত্রাসীর সম্পত্তি বাজেয়াপ্ত হল সন্ত্রাসবাদের অর্থায়নের নেটওয়ার্ককে ভেঙে দেওয়া এবং জম্মু ও কাশ্মীরে জঙ্গি রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি পাক-অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিদের কাছে একটি শক্তিশালী বার্তা, যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।' অন্যদিকে পুলিশ জানিয়েছে, ৫ হিজবুল মুজাহিদিন জঙ্গি অস্ত্র প্রশিক্ষণ নিতে এবং ভারতে জঙ্গি কার্যকলাপের জন্য পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেছিল।
গোয়েন্দা সূত্রে খবর ছিল, জম্মু ও কাশ্মীরে ৫ জঙ্গি তাদের সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে, যার উদ্দেশ্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অর্থায়ন এবং স্থানীয় তরুণদের জঙ্গি-যোগে প্রলুব্ধ করা।গুলের সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিকের নির্দেশে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ বা অন্যান্য মনোনীত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই সম্পত্তিগুলি বিক্রয়, লিজ বা অন্য কোনও ধরণের লেনদেন নিষিদ্ধ। পুলিশ জানিয়েছে, ওই ৫ জঙ্গির পরিবার এখন আইনি এবং আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হবে, যার ফলে তারা জঙ্গি কার্যকলাপে পরোক্ষ সহায়তা প্রদান করতে পারবে না। সরকারি মুখপাত্র বলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসন সন্ত্রাসবাদে অর্থায়ন, ওভারগ্রাউন্ড ওয়ার্কার নেটওয়ার্ক এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি সন্ত্রাসবাদের চেইনকে দুর্বল করে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর লাগাতার অভিযানে উপত্যকায় বিপাকে পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি।