দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের অনুষ্ঠানে দাঁড়িয়ে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। এর আগে বিচারপতিদের অনুষ্ঠানে গিয়ে আঞ্চলিক ভাষার সপক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন ফের লেই আঞ্চলিক ভাষার ওপরই জোর দিলেন প্রধানমন্ত্রী।
রবিবার মন কি বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে বিভিন্ন ভাষা ও উপভাষা রয়েছে। দেশে এমন অনেক মানুষ রয়েছেন, যারা এই ভাষার বৈচিত্র্যকে মজবুত করার জন্য কাজ করে চলেছেন।’ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের স্বপক্ষে উদাহারণ দিতে গিয়ে পুরুলিয়ার এক অধ্যাপকের নাম করেছেন। সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় সংবিধান রচনার কাজ করে চলেছেন অধ্যাপক শ্রীপতি টুডু। তাঁর এই কাজ যে আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা সেই কথাই স্পষ্ট হয়ে উঠল প্রধানমন্ত্রীর কথায়।