10 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2024, 09:55 PM ISTAyan Das
PM Narendra Modi Oath Taking Ceremony Highlights: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। মোদী ৩.০ মন্ত্রিসভায় কারা কারা থাকছেন? সেই সংক্রান্ত হাইলাইটস দেখে নিন।
রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান।
PM Narendra Modi Oath Taking Ceremony Highlights: প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করলেন। তাঁর সঙ্গে শপথগ্রহণ করলেন আরও জন মন্ত্রী। তবে আগেরবারের মতো এবারও বাংলার কপালে কোনও পূর্ণমন্ত্রী জুটল না। বিহার একাধিক পূর্ণমন্ত্রী ছিনিয়ে নিয়ে গেলেও বাংলার ঝুলি শূন্য থাকল। যদিও দুটি রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি আলাদা। বাংলা থেকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তারইমধ্যে যেভাবে শপথগ্রহণ অনুষ্ঠান হল, তাতে স্পষ্ট বোঝা গেল যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি (অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, সড়ক ও পরিবহণ) বিজেপির হাতেই থাকছে। সেই শপথগ্রহণ অনুষ্ঠানের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
09 Jun 2024, 09:55 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: শপথগ্রহণ অনুষ্ঠান শেষ
শেষ হয়ে গেল শপথগ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন শপথগ্রহণ করলেন। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, তা এখনও জানানো হল না। (কে কে মন্ত্রী হলেন, সেটার পুরো তালিকা দেখে নিন এখানে ক্লিক করে)।
09 Jun 2024, 09:30 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: শপথ নিলেন সুকান্ত
৬৩ নম্বর শপথগ্রহণ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যিনি নিজের ব্যর্থতা স্বীকার করেছেন এবারের লোকসভা নির্বাচনে। তবে তাঁর ঘোষণা হতেই হর্ষধ্বনি শোনা যায়।
৫১ নম্বরে ডাক পড়ল শান্তনু ঠাকুরের। তিনি শপথগ্রহণ করলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন। আগেরবারও তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজ সকালে জল্পনা ছড়িয়েছিল যে তিনি নাকি পূর্ণমন্ত্রী হবেন। কিন্তু সেটা হল না।
Modi Oath Taking Ceremony LIVE: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদও জুটল না বাংলার
মোদী ৩.০ সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন আরও তিনজন - অর্জুন রাম মেঘাওয়াল, প্রতাপরাও যাদব এবং জয়ন্ত চৌধুরী। তারপর শুরু হল রাষ্ট্রমন্ত্রীদের শপথ। প্রথমজন হলেন জিতিন প্রসাদ। অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদও জুটল না বাংলার।
সিআর পাতিল শপথ নিলেন। তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের শপথগ্রহণ পর্ব শুরু হল। অর্থাৎ এবারও পূর্ণমন্ত্রী জুটল না বাংলার বিজেপি সাংসদদের। জিতেন্দ্র সিং শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে।
জুয়েল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শপথগ্রহণ করলেন। এবার অশ্বিনীর হাতে কি রেল মন্ত্রক থাকবে? সেটা সময় বলবে। সিন্ধিয়া আগেরবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ছিলেন।
09 Jun 2024, 08:02 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী
পঞ্চদশ ব্যক্তি হিসেবে শপথগ্রহণ করলেন সর্বানন্দ সোনেওয়াল। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর জায়গায় হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল। তারপর দ্বিতীয় মোদী সরকারে ঠাঁই পেয়েছিলেন। এবারও মন্ত্রী হচ্ছেন। তাঁর পর শপথ নিলেন কিঞ্জারাপু রামমোহন এবং প্রহ্লাদ জোশী।
09 Jun 2024, 07:53 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: শপথগ্রহণ আরও ৪ জনের
শপথ নিলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতনরাম মাঝি, রাজীব রঞ্জন সিং। পীযূষ এবং ধর্মেন্দ্র দু'জনেই দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী ছিলেন। জিতনরাম মন্ত্রী হলেন জোটের নীতিত।
09 Jun 2024, 07:44 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: শপথ জয়শংকর ও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর
শপথ নিলেন এস জয়শংকর। যিনি দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন। এবারও সম্ভবত বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকবেন। তারপর শপথ নিলেন মনোহর লাল খট্টর। তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। এবার তাঁকে ক্যাবিনেটে আনা হল। তাঁর পরে শপথ নিলেন এইচি কুমারস্বামী। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন।
09 Jun 2024, 07:39 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: মোদীর পরে সবথেকে বেশি হাততালি পেলেন শিবরাজ
শপথগ্রহণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর নাম ঘোষণা হতেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে রাষ্ট্রপতি ভবন। নরেন্দ্র মোদীর পরে সবথেকে বেশি হর্ষধ্বনি শোনা গিয়েছে তাঁর ক্ষেত্রেই। শিবরাজের পরে শপথগ্রহণ করলেন নির্মলা সীতারামন।
চতুর্থ ব্যক্তি হিসেবে শপথগ্রহণ করলেন নীতিন গডকড়ি। যিনি মোদী সরকারের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। পঞ্চম ব্যক্তি হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
09 Jun 2024, 07:29 PM IST
Modi Oath Taking Ceremony LIVE: এবার শপথ নিলেন শাহ
নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিংয়ের পরই শপথগ্রহণ করলেন অমিত শাহ। গতবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবারও সম্ভবত সেই মন্ত্রকই থাকবে তাঁর হাতে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নাম ঘোষণা হতেই তুমুল হর্ষধ্বনি দেওয়া হয়। মোদী, মোদী স্লোগান ওঠে। জয় শ্রীরাম স্লোগানও শোনা যায়।
রাষ্ট্রপতি ভবনে চলে এলেন নরেন্দ্র মোদী। তিনি গাড়ি থেকে নামতেই তুমুল হর্ষধ্বনি দেওয়া হল। একটু পরেই শপথগ্রহণ করবেন তিনি। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শপথগ্রহণ করার কথা ছিল। তবে কিছুটা দেরি হল। এখনও আসেননি রাষ্ট্রপতি।
আজ মোট ৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করবেন। ক্যাবিনেট পদের মন্ত্রী হলেন ৩০ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন পাঁচজন। বিজেপির পাশাপাশি মোট ১১টি জোটসঙ্গীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ৪৩ জন মন্ত্রী তিনবার বা তার বেশিবার সেই দায়িত্ব পালন করেছেন।
09 Jun 2024, 07:06 PM IST
Narendra Modi Oath Taking Ceremony LIVE: মোদীর মঞ্চে বসে সুকান্ত-শান্তনু, ২ মন্ত্রী পাচ্ছে বাংলা
রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে বসে আছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এবার পুরোই সিলমোহর পড়ে গেল যে তাঁরা মন্ত্রী হচ্ছেন। তবে তাঁরা কোন পদ পাচ্ছেন, তা এখনও স্পষ্ট হয়নি।
09 Jun 2024, 06:59 PM IST
Narendra Modi Oath Taking Ceremony LIVE: এসেছেন ভারতের প্রধান বিচারপতিও
সস্ত্রীক ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, অভিনেতা রজনীকান্ত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপি নেতা মুরলী মনোহর জোশীরা এসেছেন।
নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে চলে এলেন শাহরুখ খান এলেন। এসেছেন মুকেশ আম্বানি। এসেন অক্ষয় কুমার। এসেছেন অভিনেতা বিক্রান্ত মাসে। আছেন পরিচালক রাজকুমার হিরানি। তারকাখচিত রাষ্ট্রপতি ভবন আজ।
09 Jun 2024, 06:31 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: BJP-র কোন জোটসঙ্গী কজন মন্ত্রী পাচ্ছে?
নয়া সরকারের ১২টি মন্ত্রিত্ব পেতে চলেছে বিজেপির জোটসঙ্গীরা। সূত্রের খবর, দুটি করে মন্ত্রিত্ব পাচ্ছে এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)। বাকি আটটি দলের একজন করে নেতা মন্ত্রী হতে চলেছেন।
09 Jun 2024, 06:16 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: রাষ্ট্রপতি ভবনে আসছেন অতিথিরা, একটু পরেই শপথ মোদীর
রাষ্ট্রপতি ভবনে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এসে গিয়েছেন এস জয়শংকর। এসে গিয়েছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতনরাম মাঝি। আরএলডির প্রধান জয়ন্ত সিং চৌধুরী। তাঁরা মঞ্চে বসেছেন। একটু পরেই শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আর এক ঘণ্টাও বাকি নেই।
09 Jun 2024, 05:58 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: জিতেছে ১ আসনে, চাই পূর্ণমন্ত্রী! BJP-র মাথাব্যথা NCP
শুরুর আগেই 'ফাটল' এনডিএ জোটে। প্রফুল্ল প্যাটেলকে পূর্ণমন্ত্রী না করা হওয়ার মন্ত্রিত্ব গ্রহণ করতে চাইল না এনসিপি। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপির প্রধান অজিত পাওয়ার জানিয়েছেন যে অতীতে পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলেছেন প্রফুল্ল প্যাটেল। তাই এনসিপি মনে করে যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পদ নেওয়া ঠিক হবে। বিজেপিকে জানানো হয়েছে যে এনসিপি কয়েকদিন অপেক্ষা করতে রাজি আছে। কিন্তু এনসিপির পূর্ণমন্ত্রীর পদ চাই। এখন হয়ত এনসিপির একজন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ আছেন। কিন্তু আগামী কয়েক মাসে সেই সংখ্যাটা বেড়ে চার হবে।
09 Jun 2024, 05:39 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: দলকে টেনে তুলতে ফেল করেছেন সুকান্ত? একসময়ের RSS, বালুরঘাটের 'স্যার' এবার কেন্দ্রীয় মন্ত্রী
দীর্ঘদিন ধরেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন সু। ২০১৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। বালুরঘাট আসন থেকে সেবার জয়ী হয়েছিলেন তিনি। কঠিন লড়াইতে উতরে গিয়েছিলেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে
09 Jun 2024, 04:55 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: শান্তনু ঠাকুরকে কেন মন্ত্রী করা হচ্ছে?
শান্তনু ঠাকুর হলেন অল ইন্ডিয়া মহাসংঘের নেতা। ফলে তাঁকে মন্ত্রী করলে মতুয়াদের মধ্যে একটা ভালো বার্তা যাবে। আপাতত পশ্চিমবঙ্গের মতুয়া ভোটব্যাঙ্কে বিজেপিরই আধিপত্য আছে। ২০১৯ সালে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিছুটা মতুয়া ভোট নিজেদের টানতে পারলেও ২০২৪ সালেও বিজেপি বাজিমাত করেছে। তাই তো বনগাঁ, রানাঘাটে বিপুল ভোটে জিতেছে বিজেপি। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখার ক্ষেত্রে শান্তনুকে মন্ত্রী করার বিষয়টা গুরুত্বপূর্ণ হবে।
09 Jun 2024, 04:35 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মন্ত্রী হচ্ছেন, ছবি পোস্ট এই রাজ্য বিজেপি সভাপতির
মন্ত্রিত্ব পাচ্ছেন জি কিষান রেড্ডি। নিজেই সেই চিঠির ছবি পোস্ট করে তেলাঙ্গানা বিজেপির সভাপতি লেখেন, 'ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে আমার নামের সুপারিশ করায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে কৃতজ্ঞ। আমার প্রতি আপনি যে ভরসা এবং আস্থা দেখিয়েছেন, তা বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমার কাজের মাত্রা আরও বৃদ্ধি পাবে।'
09 Jun 2024, 04:00 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: 'মোদীকে চেনেন না, কেউ শপথ তবেই বিশ্বাস করব'
নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে পৌঁছালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর রাজ্য থেকে শিবরাজ সিং চৌহান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় মন্ত্রী হবেন কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা মোদীজিকে চেনেন না। আমি তাঁকে চিনি। যখন কেউ শপথ নেবেন, স্রেফ তখনই বিশ্বাস করব যে তিনি মন্ত্রী হয়েছেন।'
ব্যক্তিগত কারণে দিল্লিতে গেলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন, আজ নরেন্দ্র মোদীরা যে শপথগ্রহণ করছেন, তা টেম্পোরারি শপথ। তিনি বলেন, 'ওদের মেয়াদ খুব কম। একটু অ্যাডভান্টেজ আছে বলে লাফালাফি করছে। আল্টিমেটলি মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে।'
09 Jun 2024, 03:28 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: দিল্লিতে হাসিনা, দেখা করলেন আডবানির সঙ্গে
দিল্লিতে এসে লালকৃষ্ণ আডবানির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে এসে গিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেও। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডও। তাঁরা নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন।
09 Jun 2024, 03:16 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মোদীর শপথগ্রহণে থাকছেন না মমতা
দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যে তিনি যাচ্ছেন না, তা আগেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে এনডিএ সরকারের আয়ু বেশিদিনের নয়।
09 Jun 2024, 03:08 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মোদীর মন্ত্রিসভা থেকে কারা কারা বাদ পড়ছেন?
সূত্রের খবর, তাঁর মন্ত্রিসভায় থাকা কমপক্ষে নয়জন বাদ পড়তে চলেছেন। সূত্রের খবর, অনুরাগ সিং ঠাকুর, স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, পুরুষোত্তম রূপালাদের মতো মন্ত্রীদের নাম কাটা যাচ্ছে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
09 Jun 2024, 02:52 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: হেরে গিয়েও মোদীর মন্ত্রী হচ্ছেন এই নেতা!
লোকসভা নির্বাচনে হেরে গেলেও মন্ত্রী করা হচ্ছে বিজেপি নেতা রভনীত সিং বিট্টুকে। তিনি বলেছেন, 'নির্বাচনে হেরে গেলেও এনডিএ সরকার যে আমায় তাদের মন্ত্রিসভায় বেছে নিয়েছে, সেটা বড় ব্যাপার। এবার পঞ্জাবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে জিততে পারে, সেটার জন্য প্রস্তুতি শুরু করব আমি।'
09 Jun 2024, 02:34 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: প্রতিটি দফতরই গুরুত্বপূর্ণ, বলছেন ভাবী মন্ত্রী
নরেন্দ্র মোদীর বাসভবনে চা-চক্রে যোগ দেওয়ার পরে বিজেপির নব-নির্বাচিত সাংসদ তথা ভাবী মন্ত্রী গিরিবাজ সিং বলেন, 'আমার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। কীভাবে ভারতকে বিকশিত ভারতে পরিণত করা যায়, সেটা নিয়ে চা-চক্রে আলোচনা হয়েছে। কে কোন মন্ত্রক পাচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি দফতরই গুরুত্বপূর্ণ।'
09 Jun 2024, 02:18 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মন্ত্রী হচ্ছেন সুকান্ত, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার
তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী হতে চলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতে কার্যত সিলমোহর পড়ে গেল। সেক্ষেত্রে যাঁর সভাপতিত্বে বাংলায় লোকসভা নির্বাচনে বাজে ফল করল বিজেপি, তাঁকেই পুরষ্কৃত করা হচ্ছে। (বিস্তারিত পড়ুন এখানে)
09 Jun 2024, 01:49 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: নড্ডাও মন্ত্রী? আজ নিতে পারেন শপথ
আজ শপথগ্রহণ করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সূত্রের খবর, আজ নরেন্দ্র মোদীর পরে তিনি শপথগ্রহণ করতে পারেন। বড় কোনও মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন। যিনি লোকসভা নির্বাচনে না দাঁড়ালেও রাজ্যসভায় আছেন।
দিল্লি যাচ্ছেন অর্জুন সিং। কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, 'শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দল থেকে ডাক পেয়েছি, তাই যাচ্ছি।' সঙ্গে ব্যারাকপুরের ফলাফল নিয়ে তিনি বলেন, জোর করে ভোট করানো হয়েছে। অবজারভাররা বিক্রি হয়ে গিয়েছেন, অনেকগুলো বিষয় রয়েছে।
09 Jun 2024, 01:19 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: দিল্লির পথে দিলীপ, কামব্যাক হবে বঙ্গে?
রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। সেজন্য সকালে কলকাতা বিমানবন্দরে আসেন। তিনি বলেন, 'শপথ অনুষ্ঠানে যোগ দেওয়র আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি। এছাড়াও দিল্লির বাসভবনে বেশকিছু মালপত্র আছে, সেগুলই খালি করতে হবে। সেই জন্যই যাচ্ছি।' তারপরই জল্পনা শুরু হয়েছে যে তাহলে দিলীপের কামব্যাক হচ্ছে?
নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শপথগ্রহণ করবেন মোদী। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কাকে। যে দ্বীপরাষ্ট্র ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
আজ রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, কংগ্রেস এবং জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করার পরে সেই সিদ্ধান্ত নিয়েছেন খাড়গে।
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: অভিজিৎ এবং শান্তনুর কাছে মন্ত্রিত্বের ফোন?
তমলুকের নব-নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বনগাঁর নব-নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুরের কাছে ইতিমধ্যে ফোন এসে গিয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। যদিও অপর একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে দক্ষিণবঙ্গ থেকে এবার যাঁরা প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁদের মন্ত্রিসভায় রাখার সম্ভাবনা কম। ফলে অভিজিৎ আদৌও মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না, তা নিয়ে ধন্দ আছে।
09 Jun 2024, 12:25 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: বাংলা থেকে কারা মন্ত্রিত্ব পেতে পারেন?
এবার পশ্চিমবঙ্গ থেকে কারা মন্ত্রিত্ব পাবেন, তা নিয়ে জল্পনা চলছে। মন্ত্রিত্বের দৌড়ে শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মনোজ টিগ্গা, খগেন মুর্মুদের নাম ভেসে উঠছে। কানাঘুষো চলছে যে পশ্চিমবঙ্গে দু'জনকে কোনও মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। অথবা গত দু'বারের 'দুঃখ' ঘুচিয়ে একজনকে পূর্ণমন্ত্রী করতে পারেন নরেন্দ্র মোদীরা। একজনকে প্রতিমন্ত্রী করা হতে পারে। সেক্ষেত্রে একজন উত্তরবঙ্গের সাংসদ হবেন। অপরজন হবেন দক্ষিণবঙ্গের সাংসদ।
09 Jun 2024, 12:25 PM IST
Narendra Modi Oath Taking Ceremony Live Updates: আজ শপথ মোদীর, কে কে থাকবেন মন্ত্রিসভায়?
ঐতিহাসিক তৃতীয় দফার জন্য আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। গত দু'বারের মতো তাঁর হাতে একচ্ছত্র ক্ষমতা অবশ্য থাকবে না। বরং জোটসঙ্গীদের ‘মন’ রেখে চলতে হবে অনেক ক্ষেত্রেই। সেই পরিস্থিতিতে মোদী ৩.০ মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। এখনও সরকারিভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে ইতি-উতি ইঙ্গিত মিলতে শুরু করেছে। মোদীর সেই শপথগ্রহণের অনুষ্ঠানের টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। কে কে মন্ত্রী হচ্ছেন, কারা কোন মন্ত্রক পেলেন, বাংলা থেকে কারা মোদীর ক্যাবিনেটে থাকছেন, তাও জেনে নিন।
চা-চক্রের জন্য ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, রাজনাথ সিং, কিরেণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনোহর লাল খট্টর, শিবরাজ সিং চৌহানরা। আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী।