প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়াণে শোকবার্তা লিখলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা মনমোহন সিংজীর প্রয়াণে শোকাহত। নম্র ছিলেন তিনি। তিনি এক শ্রদ্ধের অর্থনীতিবিদের জায়গায় নিজেকে উন্নীত করেছিলেন। একাধিক গুরুত্বপদে ছিলেন। অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। বহু বছর ধরে তিনি অর্থসংক্রান্ত পলিসি তৈরিতে নিজের গুরুত্বপূর্ণ সাক্ষর রেখেছিলেন। সংসদে তাঁর দূরদৃষ্টির নানা নজির ছিল। আমাদের প্রধানমন্ত্রী হিসাবে তিনি তিনি একাধিক প্রচেষ্টা চালিয়েছিলেন।
এরপর তিনি একাধিক ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে তিনি মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে দুজনে পাশাপাশি বসে রয়েছেন। দুজনেই হাসছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে দুজনে হাত মেলাচ্ছেন।
মোদী লিখেছেন, ডঃ মনমোহন সিং জী ও আমি নিয়মিত আলোচনা করতাম। তখন তিনি প্রধানমন্ত্রী আর আমি গুজরাটের মুখ্য়মন্ত্রী। সরকারি নানা বিষয় নিয়ে তাঁর আমার মধ্যে কথা হত। তাঁর জ্ঞান ও নম্রতা বার বার প্রকাশ পেত। এই দুঃখের দিন তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাঁর বন্ধু ও অসংখ্য অনুরাগীদের আমি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি। লিখেছেন মোদী।
২০০৪-২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাত ৮টা ১০ মিনিটে তাঁকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল।
৯.৫১ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন।