বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি, অনুরাগ ঠাকুর এবং অন্যান্য মন্ত্রী ও নেতারা দেশবাসীকে এই উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তাঁরা জ্ঞান, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন এই জিনিসটি রাখুন বইয়ের মধ্যে, মা সরস্বতীর কৃপায় পাবেন সাফল্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর শুভ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বসন্ত পঞ্চমীর পবিত্র উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। জ্ঞান, বুদ্ধি এবং বিচক্ষণতার দেবী মা সরস্বতী সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সকলকে শুভেচ্ছা জানাই।’
কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ি উৎসবের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘বসন্ত পঞ্চমীর শুভ উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। উদ্দীপনা ও আনন্দের এই উৎসবে, জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতী সকলের জীবনে আনন্দ ও সুখ বয়ে আনুক।’ এই বিশেষ উৎসবে বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বসন্ত পঞ্চমীর শুভ উপলক্ষ্যে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান এবং প্রকৃতির প্রতি ভালবাসার দেবী মা সরস্বতীর পুজোর উৎসব। সরস্বতী আপনাদের সকলের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করুন। সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রদান করুন মা শারদা!’