মধ্যবিত্ত শ্রেণীর বাজেটের কথা মাথায় রেখে ভারতীয় বাজারে কিছু দিনের মধ্যেই মধ্যবিত্তের পকেট সাশ্রয়কারী টিভি আনছে OnePlus। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্মার্ট টিভির বাজারে OnePLus TV Q1 এবং OnePlus TV Q1 Pro লঞ্চ হয়েছিল। তবে এই দু’টি মডেলই প্রিমিয়াম ক্যাটাগরির হওয়ায় দাম শুরু হয়েছিল ৬৯,৯০০ টাকা থেকে।OnePLus-এর সিইও পিট লাউ-এর তরফে ট্যুইটারে সংস্থার এক আধিকারিক ঘোষণা করেছেন, ভারতীয় গ্রাহকদের জন্য ২ জুলাই OnePLus কম দামের স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে। কম দামেও ভারতীয় গ্রাহকরা যাতে প্রিমিয়াম স্মার্ট টিভি উপভোগ করতে পারেন, সেই উদ্দেশেই এই উদ্যোগ। অর্থাৎ, দামে কম হলেও টিভির উচ্চ মানের ফিচার্স নিয়ে কোনও আপস করা হচ্ছে না। রিপোর্ট অনুযায়ী, OnePLus এর এন্ট্রি লেভেল স্মার্ট টিভির দাম পড়বে ১৫,০০০ টাকার কাছাকাছি। মিড-রেঞ্জ টিভির দাম ২০,০০০-৪০,০০০ টাকার মধ্যে থাকতে পারে।বর্তমানে একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভারতে স্মার্ট টিভি তৈরির কাজ শুরু করেছে। Realme, Nokia এবং Motorola-র মতো সংস্থা নিজের ব্র্যান্ডনেমে ভারতীয় বাজারে স্মার্টটিভি লঞ্চ করেছে। তালিকায় রয়েছে Xiaomi-র নামও। আবার ২০১৯ সালে ভারতীয় বাজারে প্রত্যাবর্তন ঘটে Aiwa সংস্থার জনপ্রিয় টিভির। বর্তমানে ভারতের টিভি বাজারের সিংহভাগ দখলে রেখেছে স্যামসাং। তবে স্মার্টটিভি সেগমেন্টের শীর্ষে রয়েছে Xiaomi।