NEWS Live: কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শশী থারুর, পেলেন সোনিয়ার অনুমতি
4 মিনিটে পড়ুন Updated: 19 Sep 2022, 09:01 PM ISTদেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় লাইভ খবর এবং ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আজকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রায় শামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। এদিকে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এদিকে ‘আপত্তিকর ভিডিয়ো’ লিক কাণ্ডে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হল আগামী শনিবার পর্যন্ত। অপরদিকে রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করলেন বরাহনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় লাইভ খবর এবং ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
পেলেন সোনিয়া গান্ধীর অনুমতি। এবার কংগ্রেস সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শশী থারুর। রাহুলের ভারত জোড়ো যাত্রার মধ্যেই বড় বার্তা উঠে এল।
পঞ্জাব বিধনাসভা ভোটের সময় তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন। এরপর তাঁর নবগঠিত দলের সঙ্গে বিজেপিকে যুক্ত করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আজ তিনি নিজেও যোগ দিলেন বিজেপিতে।
বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ইডি সিবিআই ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘মোদী এটা চান না আমি জানি। এটা বিজেপি নেতাদের কারবার।’
ইউকেতে লেস্টারের দাঙ্গায় ভারতের দূতাবাসের কড়া প্রতিক্রিয়া উঠে এল। ভারতীয় দূতাবাস নির্যাতিতদের নিরাপত্তা দাবি করেছে। এছাড়াও হিন্দু মন্দির ও প্রতীক ভাঙচুর নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছে।
রাজা চার্লস এবং ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য প্রবীণ সদস্যরা সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের কফিন অনুসরণ করে পা মেলান। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতারা।
19 Sep 2022, 03:36 PM ISTশিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। দুর্নীতির সময়কালে তিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন।
এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১৭২ পাতার চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের।
19 Sep 2022, 02:32 PM ISTশশী থারুর আজ সকালে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। থারুর কংগ্রেস সভাপতি পদে লড়ছেন বলেও গুঞ্জন উঠেছে। এই আবহে সোনিয়ার সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সোমবারই আদালতে চার্জশিট পেশ করল চলেছে ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ইডি চার্জশিট পেশ করা হল। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। চার্জশিটে জানানো হয়েছে, মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
19 Sep 2022, 02:13 PM ISTকেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ। এই প্রস্তাবের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ২৬ মিনিট বলবেন। তাছাড়া বীরবাহা হাঁসদা, ফিরহাদ হাকিমরাও বক্তব্য রাখবেন। এদিকে প্রস্তাবের বিপক্ষে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষরা কথা বলবেন।
টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণকাণ্ডের তদন্ত করতে এবং নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে ফরেন্সিক দল। স্কুল বিল্ডিংয়ের ছাদের উপর কোথায় কোথায় স্প্লিন্টার পড়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
19 Sep 2022, 02:03 PM ISTতৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে ‘চোর’ বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এর জেরে তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সোমবারই PMLA আদালতে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ইডি চার্জশিট পেশ করতে চলেছে। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম থাকবে বলে জানা গিয়েছে।
19 Sep 2022, 01:23 PM ISTহাওড়া ময়দানের কাছে একটি চামড়ার ব্যাগের দোকানে আগুন। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘিঞ্জি এলাকায়। প্রথমে ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন গিয়ো পৌঁছায়। পরে আরও দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের শুরুতেই বিধানসভার নিয়মাবলী পড়ে শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানিয়ে দিলেন, কোনওরকম পোস্টার, ব্যানার দেখানো যাবে না বিধানসভার অধিবেশন কক্ষে। স্লোগানও তোলা যাবে না।
19 Sep 2022, 12:29 PM ISTপঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ বিজেপিতে যোগ দেওয়ার আগে বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করলেন।
দিলীপ ঘোষ বলেন, ‘তাপসদা, শোভনদেববাবুরা ভদ্রলোক। তাঁরা চিরদিন যেভাবে রাজনীতি করেছেন, এখনও সেভাবেই রাজনীতি করে যাচ্ছেন। যে গুটিকয়েক নেতা আছেন, তাঁদের পক্ষে তৃণমূলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তাই মনের দুঃখে মাঝেমধ্যে এসব কথা বলে ফেলেন। দুর্ভাগ্য, বাকি জীবনটা তাঁদের ওই দলেই থাকতে হবে।’
19 Sep 2022, 10:30 AM ISTমদন মিত্রকে আক্রণ দিলীপের। আজ সকালে মদনকে তোপ দেগে বিজেপির সর্বভারতী সহসভাপতি বলেন, ‘ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।’
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সয়গাল হোসেনের স্ত্রী ও মা-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের দিল্লি ডেকে পাঠানো হয়েছে।
19 Sep 2022, 10:26 AM ISTপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপস রায় বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না।’
বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বৈঠক অনুষ্ঠিত হবে আজকে। রাজ্যের শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে উপস্থিত থাকার কথা আজকে।
19 Sep 2022, 10:26 AM ISTবিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে মামলাগুলির আজ শুনানি হবে কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এই সংক্রান্ত রিপোর্ট পেশ করার কথা আদালতে।
আজ বিধানসভার বিশেষ অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা নাগাদ এই অধিবেশন শুরু হতে চলেছে। দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হবে তৃণমূল কংগ্রেসের তরফে।
19 Sep 2022, 10:26 AM ISTআজ রানি দ্বিতীয় এলিজাবেথকে লন্ডনে শেষ শ্রদ্ধা জানানো হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত রানির। ভারতের তরফে সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আজই বিজেপিতে যোগ দেবেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁর দল পঞ্জাব লোক কংগ্রেস এর সঙ্গেই মিশে যাবে বিজেপিতে।
19 Sep 2022, 10:26 AM ISTভিডিয়ো ভাইরাল হওয়া কাণ্ডে উত্তপ্ত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ করা হল। এদিকে বিক্ষোভকারী ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে সাসপেন্ড করা হল হোস্টেলের ওয়ার্ডেনকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports