মহাকাশে এবার কি তবে বড় বিপর্যয়ের শঙ্কা? সম্প্রতি সৌর ঝড়ের আঁচ স্পর্শ করেছিল পৃথিবীকে। বিজ্ঞানীদের মতে, এটা আগেই আঁচ করা গিয়েছিল। গত ৩ জুলাই সূর্যের বুকে একটি বিস্ফোরণ হয়েছিল। তারই প্রভাব পড়েছে পৃথিবীর উপর। তবে বিজ্ঞানীদের দাবি, যতটা আশঙ্কা করা হয়েছিল প্রভাবটা তার থেকেও বেশি হয়েছে। তবে এখানেই আশঙ্কার পরিসমাপ্তি এমনটা নয়।
আমাদের জন্য বেশ খারাপ খবরই রয়েছে নাসার কাছে। ইতিমধ্যে বিশাল একটি সানস্পটকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। আর সেটা একেবারে পৃথিবীর দিক করেই রয়েছে। বিশাল বড় দুটি অন্ধকার গহ্বর রয়েছে যার সাইজ পৃথিবীর চেয়েও বড়। কিন্তু কী হতে পারে এর ফলে?
বিজ্ঞানীদের দাবি যে dark core-এর কথা জানা যাচ্ছে সেটা সানস্পটেরই অংশ। এর মাধ্যমে সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের স্থিতাবস্থাকে নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে ফের একটা বড় সৌর ঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
নাসার Solar dynamics observatory প্রথম গত ৫ জুলাই AR3053 নামে একটি সানস্পটকে চিহ্নিত করেছিল। প্রায় ৪৮ ঘণ্টা এটি পর্যবেক্ষণে রাখা হয়। এরপর আমেরিকার স্পেস এজেন্সি নিশ্চিত করে যে দুটি বড় গহ্বর দেখা যাচ্ছে। তবে সানস্পটের সঙ্গে এই ধরনের গহ্বর কার্যত বিরল। আর এই নতুন সানস্পট আকারে ক্রমশ বাড়ছে আর সেটা পৃথিবীর দিকেই ঘুরে রয়েছে।