নরেন্দ্র মোদীর মার্কিন সফর যাতে দ্রুত কার্যকর করা যায়, তার জন্যে কাজ চলছে বলে জানাল ভারতের বিদেশ মন্ত্রক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে বলেও জানায় বিদেশ মন্ত্রক। এই আবহে মোদীর আসন্ন সফর নিয়ে বলা হয়, 'ভারত-মার্কিন বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে দুই পক্ষই প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফর নিয়ে কাজ করছে। সফরের জন্য নির্দিষ্ট তারিখ যথাযথ সময়ে ঘোষণা করা হবে।' (আরও পড়ুন: Budget LIVE: রেকর্ড অষ্টম বাজেট নির্মলার, আজ বড় কোনও 'উপহার' পাবে মধ্যবিত্ত?)
আরও পড়ুন: Sensex LIVE: বাজেটের দিনে কোনদিকে সেনসেক্স? শেয়ার বাজােরের আপডেট জানুন এখানে
এর আগে মোদীর মার্কিন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন। তখন অবশ্য তিনি প্রেসিডেন্ট নন, রিপাবলিকান প্রার্থী মাত্র। সেবারে নিজের ব্যস্ত সফরসূচির মাঝে ট্রাম্পের সঙ্গে দেখা হয়নি মোদীর। এদিকে 'বন্ধু' ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা যায়নিনরেন্দ্র মোদীকে। এর আগে নিজের নির্বাচনী প্রচারের সময় ভারত ও চিনের ওপর শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকেও তোপ দেগেছেন ট্রাম্প। এই আবহে মোদীর মার্কিন সফর যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। (আরও পড়ুন: ফের মর্মান্তিক দুর্ঘটনা মার্কিন মুলুকে, এবার বিমান ভেঙে পড়ল শপিং মলের কাছে!)
আরও পড়ুন: রাষ্ট্রপতি মুর্মুকে সোনিয়ার 'বেচারি' আখ্যা নিয়ে এবার মুখ খুললেন PM, মোদী বললেন…
জানা গিয়েছে, গত ডিসেম্বরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর যখন ওয়াশিংটনে গিয়েছিলেন, তখনই মোদীর সম্ভাব্য মার্কিন সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে উপস্থিত ছিলেন জয়শংকর। এদিকে বিগত বছরগুলিতে ট্রাম্প ও মোদী ব্যক্তিগত রসায়ন বারবার নজর কেড়েছে বিশ্ব রাজনৈতিক মহলের। এর আগে ২০২০ সালের নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে 'হাউডি মোদী' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে মোদীকেও 'আব কি বার ট্রাম্প সরকার' স্লোগান তুলতে শোনা গিয়েছিল।
এদিকে ২০২৪ সালে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের আগে মোদী বন্দনা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি বলেছিলেন, 'মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। ওনাকে আপাতভাবে দেখলে মনে হবে খুবই ভালো মানুষ। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।' এদিকে কয়েক মাস আগে মোদীর মার্কিন সফরের সময় তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে সেই সফরকালে সময় করে উঠতে পারেননি মোদী। পরে অবশ্য ভোটে জেতার পরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী।