পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রাজ্য সরকার এবার থেকে মিড ডে মিলের ডিম এবং চিনির জন্য স্কুলগুলিকে আর অর্থ প্রদান করবে না। মঙ্গলবার একথা ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো মহারাষ্ট্র সরকার পড়ুয়াদের প্রোটিনের ঘাটতি কাটিয়ে উঠতে সরকারি স্কুলগুলিতে ডিম ও ফল দেওয়া চালু করেছিল। যে পড়ুয়ারা ডিম খায় না তারা পরিবর্তে ফল বেছে নিতে পারত। এরজন্য স্কুলগুলিকে পড়ুয়া পিছু ৫ টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দ করেছিল সরকার।
আরও পড়ুন: স্কুল পরিদর্শনে গিয়ে মিড মিল চেখে দেখলেন রচনা! বললেন, ‘তেল-মশলা ছাড়া এভাবে…’
মঙ্গলবারের সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) যদি পড়ুয়াদের ডিম সরবরাহ করতে চায় তবে তারা জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি আধিকারিক জানান, রাজ্যে প্রতি সপ্তাহে স্কুল পড়ুয়াদের জন্য ২৪ লক্ষ ডিম লাগে। তাতে বছরে ৫০ কোটি টাকা ব্যয় করে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পে অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিয়েছে। এই বিষয়ে স্কুল পরিচালনা কমিটির এই খাবারের সুবিধা প্রদান করার চেষ্টা করা উচিত। মিষ্টি জাতীয় খাবারের জন্য প্রয়োজনীয় চিনি জনসাধারণের তহবিলের মাধ্যমে সংগ্রহ করা উচিত। কারণ কোনও অতিরিক্ত তহবিল সরকার সরবরাহ করবে না। এই সিদ্ধান্তের কারণ হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফে পড়ুয়া পিছু দৈনিক খাদ্য ব্যয়ের উপর নির্ধারণ করা আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে মহারাষ্ট্র সরকার।