কার্যত ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। তাঁদের অনেকেই আশ্রয় নিয়েছেন পানামাতে। হোটেলে রয়েছেন তারা। ইতিমধ্য়েই একাধিক রিপোর্টে দেখা গিয়েছে হোটেলের জানালা দিয়ে সেই অভিবাসীরা নানা বার্তা লিখে দেখাচ্ছেন। এরপরই এনিয়ে মুখ খুলেছে ভারতের দূতাবাস। কী লিখলেন তাঁরা?
ভারত পানামা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। ভারতীয় অভিবাসী যাদেরকে আমেরিকা ল্যাটিন আমেরিকায় পাঠিয়ে দিয়েছে তাদের যাতে কোনও সমস্য়া না হয় সেটা দেখছে ভারত।
পানামায় থাকা ভারতীয় দূতাবাস জানিয়েছে ওই অভিবাসীরা নিরাপদে রয়েছেন। সুরক্ষিত রয়েছেন। হোটেলেই রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পানামার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে আমেরিকা থেকে একদল ভারতীয় পানামা গিয়েছেন। তারা হোটেলে রয়েছেন। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের টিম তাদের সঙ্গে দেখা করতে পেরেছে। তাদের ভালো থাকার জন্য ওই সরকারের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে।
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০জনকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্য়ে ইরান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও চিনের অনেকে রয়েছেন। তাদেরকে পানামার হোটেলে রাখা হয়েছে। কয়েকজন হোটেলের জানালা থেকে সাহায্য় চেয়ে বার্তা পাঠিয়েছেন বলেও খবর। তবে পানামা কর্তৃপক্ষ ওই ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে আটক করা হয়েছে এটা মানতে চায়নি।
পানামার সিকিউরিটি মিনিস্টার ফ্রাঙ্ক আবরেগো জানিয়েছেন, আমেরিকা থেকে যে বেআইনি অভিবাসীরা এসেছেন তাঁদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে। পানামা ও আমেরিকার মধ্য়ে মাইগ্র্যান্ট সংক্রান্ত চুক্তির মোতাবেক তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তবে তাদের হোটেল থেকে বের হতে বারণ করা হয়েছে। কারণ আন্তর্জাতিক কর্তৃপক্ষ তাদের নিজের দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে।
এদিকে অবৈধভাবে যারা আমেরিকায় থাকছিলেন তাদের প্রতি অত্যন্ত কড়া মনোভাব ট্রাম্পের। এমনকী প্রচারের সময় তিনি তাঁদেরকে নানাভাবে আক্রমণও করেছিলেন। এমনকী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।