মুম্বই-দিল্লির কোভিড পরিস্থিতির ভয়াবহতা নিয়ে এবার টুইট করলেন প্রখ্যাত ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা। টুইট করে তিনি লিখেছেন, যদি মুম্বই ও দিল্লিতে বলা হয়, ২০ হাজার করে আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। সম্ভবত সেই সংখ্য়া ৫০ হাজারের বেশি হতে পারে। অর্ধেকেরও বেশি উপসর্গহীন। জানেনই তাঁরা আক্রান্ত। বাকিরা বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। কাউকে জানাচ্ছেন না বিষয়টি। এরপরই তিনি লিখেছেন, আমি কোভিড বেডের ব্যাপারে দুটি হাসপাতালে ফোন করেছিলাম। সবকটা ভর্তি। প্রায় ৩০ শতাংশ নার্স ও চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আপনি নিজের যত্ন নিন। লিখেছেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। সংক্রমণ যে কী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে কার্যত সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। এর সঙ্গেই হাসপাতালগুলির বাস্তব অবস্থার কথা জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন হর্ষ গোয়েঙ্কা। পাশাপাশি বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্স কীভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন সেকথাও তুলে ধরেছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের দেওয়া কোভিড আপডেটের চেয়েও অনেক বেশি রোগী যে বাস্তবে আক্রান্ত হচ্ছেন তা বলাই বাহুল্য। কিন্তু পরীক্ষা না করানোর জন্য তাঁরা বুঝতে পারছেন না। উপসর্গহীন অবস্থায় তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁরা রোগ ছড়ানোর কাজটা চালিয়ে যাচ্ছেন। এনিয়েও উদ্বেগ ক্রমশ বাড়ছে। এদিকে সামগ্রিক পরিস্থতিতে মুম্বই ও দিল্লিতে ইতিমধ্যেই কড়া কোভিড বিধি আরোপ করা হয়েছে।