সদ্য উত্তর পূর্বের তিন রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে ভোট পর্ব। নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরায় শাসক জোটে থাকছে বিজেপি। এদিকে, উত্তর পূর্বের দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবার বিজেপির দাপট নিয়ে খুললেন মুখ। হিমন্ত বলেন, উত্তর পূর্বে যে পার্টিগুলি নতুন ভোট রাজনীতিতে প্রবেশ করছে, তাদের বিজেপিকে সমর্থন করেই এগোতে হবে।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিশ্বের সবচেয়ে বড় নেতা হলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি উত্তর পূর্বে বিজেপির দাপট বিস্তার নিয়েও মুখ খোলেন। হিমন্ত বিশ্বশর্মা বলেন,' সমস্ত পার্টি যারা উত্তর পূর্বে প্রবশ করছে, তাদের বুঝতে হবে সব জল গড়িয়ে সাগরেই মিশবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় নেতা। সকলে তাঁকে পছন্দ করেন।' এদিকে, নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে হিমন্তকে প্রশ্ন করা হয়। সেখানের পরিস্থিতিতে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বিজেপির ফের একবার সন্ধি হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান হিমন্ত। হিমন্ত বলেন,'আমি খুব একটা বেশি গবেষণা করিনি তাঁকে নিয়ে। আপনি কিথু গ্যারান্টি দিতে পারেন না।' তবে এদিনের অনুষ্ঠানে ফের একবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে খোঁচা দিতে ছাড়েননি হিমন্ত বিশ্বশর্মা। ইউকেতে রাহুল গান্ধী সদ্য একাধিক ইস্যুতে মোদী সরকারকে খোঁচা দেন। সেই প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘ রাহুল গান্ধী জানেন, তাঁর কথা ভারতে কেউ শুনবে না। তাই লন্ডনে কয়েকজন ভারত বিরোধী মানুষজনকে জড়ো করেছেন রাহুল। আর তাঁদের সামনে তিনি কথা বলেন।’ ( CBIর পর ED-র হাতে গ্রেফতার সিসোদিয়া, আবগারী দুর্নীতির অভিযোগ ঘিরে বাড়ছে সংকট)
খোঁচার সুরে হিমন্ত বলেন,'প্রথমবারের জন্য রাহুল কোনও বুদ্ধির কাজ করেছেন দেশের বাইরে কথা বলে। তার জন্য তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত।' উল্লেখ্য, উত্তর পূর্বে কংগ্রেসের পরিস্থিতি সদ্য ২০২৩ সালের তিন রাজ্যের ভোটের নিরিখে বেশ দুর্বল। এদিকে, ‘ভারত জোড়ো যাত্রা’র পর সদ্য কেমব্রিজে গিয়ে বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বারবার মোদী সরকারকে তিনি আক্রমণ করেছেন। দাবি করেছেন,'ভারতের গণতন্ত্র' ক্ষতিগ্রস্ত। যা নিয়ে পাল্টা বিজেপি পর পর আক্রমণ শানিয়েছে কংগ্রেস নেতার দিকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup