গুজরাতের ক্যাবিনেটে এবার ২৪জন নতুন মুখ। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার তিনদিনের মধ্যেই মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র পটেল ২৪জন নতুন মুখকে আনলেন মন্ত্রিসভায়। বৃহস্পতিবার গুজরাতের রাজ্যপাল ১০জন ক্য়াবিনেট মন্ত্রী, ১৪জন রাষ্ট্রমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তার মধ্যে ৫জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন। মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র পটেলের পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীও এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে গত শনিবারই বিজয় রূপানি মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগ করেন। এনিয়ে বিভিন্ন মহলের শোরগোল পড়ে যায়। এরপরই নতুন মন্ত্রিসভা তৈরিতে উদ্যোগী হন নব নিযুক্ত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।
ক্যাবিনেট মন্ত্রী হিসাবে রয়েছেন রাজেন্দ্র ত্রিবেদী, প্রাক্তন রাজ্য বিজেপির প্রধান জিতু ভাগানি, রুশিকেশ পটেল, পূর্ণেশ মোদী,রাঘবজী পটেল, কানুভাই দেশাই,কীর্তিষ্ণ রানা, নরেশ পটেল, প্রদীম পারমার, ও অর্জুনিশ চৌহান। সূত্রের খবর, প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পরই নতুন মন্ত্রীদের দফতর ঘোষণা করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত রূপানি ঘনিষ্ঠদের সরিয়ে পছন্দের জনপ্রতিনিধিদের নিয়েই নয়া মন্ত্রিসভা সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাজ চালানোর সুবিধার্থেই তিনি এভাবে পদক্ষেপ নিচ্ছেন। একাধিক গুরুত্বপূর্ণ দফতরও তাঁদের মধ্যে বন্টণ করা হবে। এক্ষেত্রে কাকে কোন দফতর দেওয়া হবে সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের।