নতুন বাড়িতে এসেছেন। রান্নার গ্যাসের কানেকশনের জন্য হন্যে হয়ে ডিলারের অফিসে ঘুরছেন? সেই দিন শেষ। এবার একটি নম্বরে ফোন করলেই পেয়ে যাবেন এলপিজি কানেকশন। সৌজন্যে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন।কোন নম্বর?8454955555 -তে। ফোনও নয়। মিসড কল করলেই হবে।ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান জানান, শুধু নতুন কানেকশানই নয়। সিলিন্ডার রিফিলও পাবেন এই নম্বরে মিসড কল করে। তাই ফোনে নম্বরটি অবশ্যই সেভ করে রেখে দিন। পরের বার গ্যাস বুকিংয়ের সময়ে কাজে লাগবে। এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেও রিফিল করতে পারবেন।হোয়াটসঅ্যাপ নম্বর: 7588888824এছাড়া একটি নয়া সুবিধাও এনেছে ইন্ডিয়ান অয়েল। অনেকেরই বাড়িতে দুটি করে সিলিন্ডার। কেউ চাইলে এই দ্বিতীয় ব্যাকআপ সিলিন্ডারটা ৫ কিলোরও নিতে পারেন। এতে সাময়িকভাবে খরচও কিছুটা কম হবে।প্রাথমিকভাবে মিসড কল দিয়ে গ্যাস রিফিল এবং নতুন কানেকশনের পরিষেবা দেশের নির্দিষ্ট কিছু শহরে চালু হয়েছিল। তবে, গত ৯ অগস্ট ২০২১ থেকে সারা দেশের প্রতিটি স্থানেই মিলছে এই সুবিধা।