
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এনডিটিভির সবথেকে বড় শেয়ারহোল্ডার হলেন গৌতম আদানি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, 'ওপেন অফার'-র (বর্তমান বাজারমূল্যের থেকে কম দামে শেয়ার কেনার সুযোগ) মাধ্যমে এনডিটিভিতে নিজেদের অংশীদারিত্বের পরিমাণ বাড়িয়ে ৩৭.৪ শতাংশ করেছে আদানি গ্রুপ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অন্যতম বড় সংবাদমাধ্যম নেটওয়ার্ক এনডিটিভিতে (নয়াদিল্লি টেলিভিশন লিমিটেডে) আরও ২৬ শতাংশ শেয়ার নেওয়ার চেষ্টা করছিল আদানি গ্রুপ (Adani Group)। তবে 'ওপেন অফার'-র মাত্র ৫.৩ মিলিয়ন শেয়ারের (৮.৩ শতাংশ) জন্য বিড জমা পড়েছে।
বিষয়টি নিয়ে কর্পোরেট গভর্নেন্স উপদেষ্টা সংস্থার ইনগভর্নের ম্যানেজিং ডিরেক্টর শ্রীরাম সুব্রমনিয়াম জানিয়েছেন, এখন যা শেয়ার আছে আদানিদের হাতে, তাতে পুনর্গঠন করে বোর্ডের দখল নিতে পারবে। এখন যাঁরা ডিরেক্টর আছেন, তাঁদের সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের ডিরেক্টর বসাতে পারে আদানি গ্রুপ।
গত সপ্তাহেই এনডিটিভির ২৯.২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে আদানি গ্রুপ। এনডিটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রাধিকা রায় এবং প্রণয় রায়ের আআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটড কিনে নেন আদানিরা। উল্লেখ্য, এনডিটিভিতে রাধিকা ও প্রণয়ের ৩২.৩ শতাংশ মালিকানা আছে। বিদেশি পোর্টফোলিয়ো বিনিয়োগকারীদের হাতে ১৪.৭২ শতাংশ শেয়ার আছে। বিকাশ ইন্ডিয়া ইআইএফ আই ফান্ডের দখলে আছে ৪.৪২ শতাংশ শেয়ার। এলটিএস ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে ৯.৭৫ শতাংশ শেয়ার আছে।
আরও পড়ুন: NDTV অধিগ্রহণ কোনও ব্যবসায়িক পদক্ষেপ নয়, এটি আমার 'কর্তব্য': গৌতম আদানি
এমনিতে এনডিটিভির মালিকানা আদানি গ্রুপের হাতে যাওয়ার পর সোচ্চার হয়েছে একটি মহল। ওই মহলের দাবি, স্বাধীন সংবাদমাধ্যমের মূলে কুঠারাঘাত করা হয়েছে। বিশেষত এনডিটিভির অন্যতম মুখ তথা এনডিটিভির অন্যতম সিনিয়র এগজিকিউটিভ রবিশ কুমার ইস্তফা দেওয়ার পর সেই স্বর আরও জোরালো হয়। যিনি বিদায়বেলায় বলেন, ‘ভারতের সাংবাদিকতায় কোনওদিনই স্বর্ণযুগ ছিল না। তবে এখন সাংবাদিকতার ভষ্মযুগের শুরু হয়ে গিয়েছে। সাংবাদিকতায় যা যা ভালো জিনিস আছে, তা ভষ্ম করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেরে সবই তো গোদি মিডিয়া।’
সরাসরি সেই বিষয়ে মুখ না খুললেও আদানি (Gautam Adani) জানিয়েছেন, এনডিটিভিকে যে অধিগ্রহণ করেছে, সেটা বাণিজ্যিক স্বার্থে নয়। বরং নিজের 'দায়িত্ব' হিসেবে সেই কাজটা করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports