দোষ: ফোনে বেশিক্ষণ কথা বলা। শাস্তি: খুন।শনিবার পঞ্জাবের পুনীত নগরের এক সেলুনে নাপিতের গলা কাটা দেহ মেলে। তার কয়েক ঘণ্টা পরেই তার ২৩ বছর বয়সী 'বন্ধু'কে গ্রেফতার করেন পুলিশকর্মীরা। জেরায় সেই যুবক জানায়, ফোনে একটানা কথা বলায় রাগের মাথায় খুন করে ফেলেছি।গত ৬ মে তিব্বা রোডের পুনীত নগরে মহম্মদ ইমান (৩৩) দোকানে খুন হন। রাতে অভিযুক্ত সত্যম কুমারের সঙ্গে মদ্যপান করেন তিনি। রাত পার হলেও ইমান বাড়ি না ফেরায় সকালে তাঁর পরিবার খোঁজ শুরু করে। সেই সময়েই তালাবদ্ধ সেলুনে তাঁর রক্তাক্ত দেহ মেলে।ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (CIA, Staff 2) ইনচার্জ পরিদর্শক বিয়ন্ত জুনেজা বলেন, অভিযুক্ত একটি কারখানায় স্যানিটারি কর্মী হিসাবে কাজ করে। সে অপরাধ স্বীকার করেছে। সত্যম জানিয়েছে, সে ইমানকে হত্যা করতে চায়নি। লোডশেডিং হয়েছিল। এদিকে ইমান ফোনে একটানা কথা বলে যাচ্ছিল। থামছিল না। বহু বাদে ইমানের ফোনে কথা থামে।এরপরেই সেই নিয়ে ঝগড়া শুরু হয় দু'জনের। তাই রাগের বশে সেলুনের ক্ষুর দিয়ে তাঁর গলায় চড়াও হয় সত্যম। হুঁশ ফিরতেই সেলুনে তালা দিয়ে পালিয়ে যায় সে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) নম্বর ধারার অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।