দিল্লির রাজনীতিতে শোরগোল ফেলে এবার আম আদমি পার্টির বর্ষীয়ান নেতা কৈলাস গেহলট যোগ দিলেন বিজেপিতে। গতকালই তিনি আম আদমি পার্টি ছেড়ে যাওয়ার ঘোষণা করেন। তার ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা মনোহর লাল খট্টরের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।
দিল্লির আম আদমি পার্টির সরকারের প্রাক্তন মন্ত্রী কৈলাস গেহলট বিজেপিতে যোগদান করতে পারেন বলে আগেই জল্পনা ছিল। সেই জল্পনা কার্যত উস্কে দিয়ে এবার বিজেপিতে যোগ দিলেন কৈলাস। এদিক, আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল এই ইস্যুতে বলেন,' তিনি স্বাধীন; তিনি যেখানে খুশি যেতে পারেন।' এর আগে, রবিবার, গেহলট, অরবিন্দ কেজরিওয়ালকে সম্বোধন করা তাঁর পদত্যাগপত্রে, অপূর্ণ প্রতিশ্রুতি এবং সাম্প্রতিক বিতর্কগুলিকে দল ছাড়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন। এককালে কেজরিওয়াল ঘনিষ্ঠ বলে পরিচিত ছইলেন গেহলোট। তিনি দিল্লির নজফগড়ের বিধায়ক। রবিবারই তিনি অতিশীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। সেই ইস্তফা গ্রহণ করেন অতিশীও। তারপর থেকে জল্পনা ছিলই কৈলাস গেহলোটের রাজনীতির পরবর্তী পদক্ষেপের বিষয়ে। মূল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ার জন্য গেহলট দলের নিন্দা করেছেন। তিনি যমুনা নদী পরিষ্কার করার অপূর্ণ অঙ্গীকারের দিকে ইঙ্গিত করেন, এটিকে পার্টির ভোটারদের কাছে একটি প্রতিশ্রুতি হিসাবে বর্ণনা করেন তিনি। ‘আমরা জনগণকে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছি,’ বলে আপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গেহলোট।
( নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ, ঝাড়খণ্ডে ভোট পর্বের মাঝে BJPকে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করতে বার্তা ECর)
( Jhansi Hospital Accident: ঝাঁসি হাসপাতালের অগ্নিকাণ্ড ‘দুর্ঘটনা’, বলছে ২ সদস্যের তদন্তকারী প্যানেল- দাবি রিপোর্টের)
( Mukundapur Case: সোনার দোকানে ডাকাতির ছক দুই নার্সের? শেয়ারবাজারে সব খুইয়ে অপরাধ! মুকুন্দপুরকাণ্ডে নয়া তথ্য পুলিশের হাতে)
উল্লেখ্য, সামনেই ২০২৫ সালে রয়েছে বিধানসভা ভোট। তার আগে দিল্লির রাজনীতিতে ঝড় তুলে গেহলোটের এই শিবির বদল বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে দিল্লিতে। গেহলটের এই পদত্যেগ দিল্লির সরকারের অন্দরে কোন্দল রয়েছে কি না, সেই জল্পনা কে উস্কে দিয়েছে। আতিশির নেতৃত্বাধীন আপনসরকারের পরিবহণ মন্ত্রী গেহলট এই বছর অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল ও সরকার থেকে পদত্যাগ করা দ্বিতীয় কর্মরত মন্ত্রী।