সদ্য ত্রিপুরার কৈলাশহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে চলছে কড়া প্রহরা। ত্রিপুরার উনকোটি জেলার অন্তর্গত কৈলাশহরে ওই ঘটনার পর থেকে বিএসএফের তরফে বাড়িয়ে দেওয়া হয়েছে নজরদারি।
ত্রিপুরার এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন যে করিম আলি (২৮) এবং জামির আলি (৩৪), রবিবার অন্য কয়েকজন গ্রামবাসীর সাথে কাঁটাতারের বেড়ার ওপারে তাঁদের কৃষি ক্ষেত্রে গিয়েছিলেন। তখনই সেখানে কয়েকজন বাংলাদেশি এসে দাবি করেন, ওই চাষের জমি তাঁদের। তার জেরেই বচসার সূত্রপাত। ওই অফিসার বলছেন,' কথা কাটাকাটি দিয়ে বিষয়টি শুরু হলেও পরে তা হাতাহাতির রূপ নেয়। বিএসএফ সদস্যরা হস্তক্ষেপ করার আগেই হামলায় দুই ভারতীয় আহত হয়েছেন।' ঘটনায় ২ ভারতীয় আহত হন বলে খবর। ১ বাংলাদেশিও সেই ঘটনাস্থলে আহত হন। বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আপাতত সীমান্ত জুড়ে রয়েছে বিএসএফ-র কড়া প্রহরা।
( surya and shani yuti:পিতা-পুত্র এবার মুখোমুখি হচ্ছেন! সূর্য, শনিদেবের যুতিতে অর্থ, মান যশে লাকি হতে পারে কন্যা সহ ৩ রাশি)
( Mauni Amavasya 2025: মৌনী অমাবস্যা ২০২৫ পড়ে গিয়েছে, তিথি কতক্ষণ থাকবে, ভাগ্য ফিরতে পারে কতগুলি রাশির? রইল জ্যোতিষমত)
( India Sri Lanka: ভারতীয় মৎস্যজীবীদের তাক করে গুলি শ্রীলঙ্কার, আহত ৫, ‘গ্রহণযোগ্য নয়’, দিল্লি ডেকে পাঠাল সিংহলি দূতকে)
ওই অফিসার জানিয়েছেন, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা বাংলাদেশের বিজিবির অফিসারদের সাথে পতাকা বৈঠকের সময় বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। রিপোর্ট বলছে, এমন অনেক পরিবার আছে যাদের পৈতৃক জমি ভারতীয় ভূখণ্ডে থাকলেও কাঁটাতারের বেড়ার আড়ালে। এছাড়াও, আরও শতাধিক লোক বেড়ার বাইরে তাদের কৃষিজমি রয়েছে এবং তাদের ক্ষেতে কাজ করার জন্য প্রতিদিন সকালে বিএসএফ-এর সাথে চেক ইন করে কিন্তু বিকাল ৫ টার মধ্যে সীমান্ত গেট বন্ধ করার সময় তাঁদের ফিরে আসতে হয়।
এদিকে, মালদার সীমান্তের শুকদেবপুরের বাসিন্দারাও বাংলাদেশের দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ট। শুকদেবপুরের বহু বাসিন্দার দাবি, তাঁদের ফসলই শুধু নয়, বহু সময়ই তাঁদের গরু ছাগলও নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে বিএসএফের পাশে তাঁরা রয়েছেন বলে বাসিন্দারা বার্তা দিয়েছেন। তাঁরা নিজেরাও রাত জাগছেন বলে জানিয়েছেন।