বিচার বিভাগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ করল পাকিস্তান। প্রথম কোনও মহিলাকে বসানো হল সে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে। সোমবার আয়েশা মালিক পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। পাকিস্তানের বিচার বিভাগে এই পদক্ষেপকে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সে দেশের বিশেষজ্ঞরা।বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে ১৬ জন পুরুষ বিচারপতি রয়েছেন। আয়েশা মালিককে বিচারপতি হিসেবে নিয়োগ করার ফলে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল ১৭ জন। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সেখানে ১৬ জন পুরুষ বিচারপতির সঙ্গে একই মঞ্চে ছিলেন বিচারপতি আয়েশা মালিক। সাধারণত পাকিস্তানের বিচার ব্যবস্থাকে পুরুষশাসিত হিসেবেই ধরা হয়। সেই জায়গায় একজন মহিলাকে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব দেওয়াকে অনেক বড় পদক্ষেপ বলে মনে করছেন সে দেশের বিশিষ্ট আইনজীবী ও নারী অধিকার কর্মী নিঘাট দাদ। তিনি জানান, 'এটি একটি অনেক বড় পদক্ষেপ। পাকিস্তানের বিচার বিভাগে তিনি ইতিহাস তৈরি করেছেন।'সে দেশের আরও এক বিশিষ্ট আইনজীবী ও নারী অধিকার কর্মী খাদিজা সিদ্দিকী বলেন, 'তিনি বিচার ব্যবস্থায় সব বাধা ভেঙে দিয়েছেন, যা অন্যান্য নারীদের এগিয়ে যেতে সাহায্য করবে।' এর ফলে পাকিস্তানের বিচারব্যবস্থায় নারীরা আরও অংশগ্রহণ করার সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। প্রসঙ্গত, আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে গত চার মাস ধরে বিতর্ক চলছিল। পাকিস্তান আইনজীবিদের বার কাউন্সিল মালিকের মনোনয়নের প্রতিবাদে ধর্মঘটও করেছিল।উল্লেখ্য, আয়েশা মালিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। গত দু'দশক ধরে তিনি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।