অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বিশায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২২ তারিখ। সেই অনুষ্ঠানে ধনকুবের থেকে শুরু করে তাবড় অভিনেতা, রাজনীতিবিদ, প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, সাইনা নেহওয়াল, মিতালি রাজ, মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সোনি নিগম, রজনিকান্ত, রামচরণ, শঙ্কর মহাদেবন সহ বহু বহু সেলিব্রিটি যান অযোধ্যায়। এছাড়াও গতকালকের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন এবং বর্তমান বিচারপতিরা। ২০১৯ সালে রামমন্দির মামলার রায়দান করা পাঁচ বিচারপতিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল গতকালকের অনুষ্ঠানে। তবে গতকাল ৪ প্রাক্তন প্রধান বিচারপতি সহ ১৩ জন অবসরপ্রাপ্ত সুপ্রিম বিচারপতি অযোধ্যায় গেলেও রামমন্দিরের রায়দান করা পাঁচজনের মধ্যে ৪ জনই গেলেন না অযোধ্যায়। (আরও পড়ুন: রাম দর্শনে 'না', রাজ্য সরকারকে ভর্ৎসনা SC-র, 'উৎসবে বাধা নেই', পালটা দাবি CM-এর)
আরও পড়ুন: '৪৯৬ বছরের অপেক্ষা', বাবরি মসজিদ… বিতর্ক… রামমন্দির… উলটে দেখুন ইতিহাসের পাতা
২০১৯ সালের ৯ নভেম্বর রামমন্দির নির্মাণের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। সর্বসম্মতিক্রমেই সেই রায়দান কর হয়েছিল। সেই বেঞ্চে ছিলেন তৎকালীন প্রধান বিচরপতি রঞ্জন গগৈ, বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে, প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল আবদুল নজির এবং প্রাক্তন বিচারপতি তথা বর্তমান এনসিএলএটি চেয়ারম্যান অশোক ভূষণ। এই পাঁচজনের মধ্যে শুধুমাত্র জাস্টিস (অবসরপ্রাপ্ত) অশোক ভূষণই গতকালকের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে অযোধ্যায় গিয়েছিলেন। তবে তাঁকে ছাড়াও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত আরও ১২ জন বিচারপতি গিয়েছিলেন রামমন্দিরে।
দেখুন: জনসাধারণের জন্য খুলল রামলালার দরজা, কাকভোরে অযোধ্যার রামমন্দিরে চরম বিশৃঙ্খলা
জানা গিয়েছে, গতকাল প্রধান বিচারপতি চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের কাজে ব্যস্ত ছিলেন। অন্ধ্রের রাজ্যপাল হিসেবে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিচারপ নজির। রামমন্দিরের রায় দনের সময় শীর্ষ আদালেতর প্রধান বিচারপতির পদে থাকা রঞ্জন গগৈ ছিলেন অসমে নিজের বাড়িতে। উল্লেখ্য, রঞ্জন গগৈয়ের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে বারবার সরব হয় বিরোধীরা। রঞ্জন গগৈ সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পরে রাজ্যসভার মনোনীত সদস্য হয়েছেন। সস্প্রতি তিনি অসমের শ্রেষ্ঠ সম্মানেও ভূষিত হয়েছেন। তবে গতকালকের অনুষ্ঠানে তিনি ছিলেন না। এদিকে রামমন্দির রায়ের বেঞ্চে থাকা প্রাক্তন প্রধান বিচারপতি বোবদেও নাগপুরে নিজের বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও সলিসিটর জেনারেল তুষার মেহতা, এবং দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানি আমন্ত্রিত থাকলেও গতকালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।