অপ্রাপ্তবয়স্কদের (১৮ বছরের নীচে) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরির জন্য অভিভাবকের অনুমতি লাগবে। দীর্ঘ প্রতীক্ষার পরে যে 'ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস'-র (ব্যক্তিগত তথ্য সংরক্ষণ নিয়মাবলী) খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় সরকার, তাতে এমনই বিধান রয়েছে। প্রায় ১৪ মাস আগে সংসদে 'ডিজিটাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩' পাশ হওয়ার পরে সেই খসড়া প্রকাশ করা হয়েছে। ওই খসড়া নিয়মাবলীতে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের কোনও ব্যক্তিগত তথ্য নিয়ে পদক্ষেপের আগে অভিভাবকের অনুমোদন যাতে নেওয়া যায়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তিকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অভিভাবকের পরিচয় যাচাইয়েও জোর
ওই খসড়া নিয়মাবলীতে এটাও জানানো হয়েছে যে যিনি নিজেকে অভিভাবক হিসেবে দাবি করছেন, তিনি সত্যিই অভিভাবক কিনা, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সেইসময় ভারতে যে আইন কার্যকর থাকবে, সেটার ভিত্তিতে ওই বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে খসড়া নিয়মাবলীতে জানানো হয়েছে। আর সেটা কীভাবে করতে হবে, সেটাও বলা আছে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের খসড়া নিয়মাবলীতে।
ওই খসড়া নিয়মাবলী অনুযায়ী, ডেটা বা তথ্য নিয়ে কাজ করা সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির কাছে থাকা ভরসাযোগ্য পরিচয় এবং বয়স থেকে অভিভাবককে যাচাই করা যেতে পারে। অথবা আইন-স্বীকৃত কোনও প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মাধ্যমে সেই কাজটা করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Fake Loan App: সহজ শর্তে লোন!মোবাইলের জাল অ্যাপ থেকে সাবধান, আট দফা নির্দেশিকা কলকাতা পুলিশের
শাস্তিমূলক কোনও পদক্ষেপের উল্লেখ নেই খসড়া নিয়মে
তবে খসড়া নিয়মাবলীতে ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস’ লঙ্ঘনের ক্ষেত্রে কোনও শাস্তিমূলক পদক্ষেপের উল্লেখ করা হয়নি। ২০২৩ সালের ‘ডিজিটাল ডেটা প্রোটেকশন আইন’-এ যে যে জরিমানার অনুমোদন দেওয়া হয়েছিল, তা নিয়ে কিছু বলা হয়নি খসড়া নিয়মাবলীতে। 'ডিজিটাল ডেটা প্রোটেকশন' আইনে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে ব্যক্তিগত তথ্য ফাঁসের ক্ষেত্রে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
আরও পড়ুন: Viral Message Fact Check: বয়স ৭৫ হলেই আর দিতে হবে না আয়কর? ভাইরাল মেসেজ নিয়ে কী বলল PIB?
পরামর্শ দিতে পারবেন মানুষ
যদিও এখন যে নিয়মাবলী প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, সেটা নেহাতই খসড়া। ওই খসড়া নিয়মাবলীর ভিত্তিতে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই খসড়া নিয়মাবলীর প্রেক্ষিতে নিজেদের মতামত জানাতে পারবেন মানুষ। কোনও আপত্তি থাকলে জানাতে পারবেন। দিতে পারবেন নিজেদের পরামর্শ। যা জমা দেওয়া যাবে mygov.in ওয়েবসাইটে। আর সেই খসড়া নিয়মাবলীর বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারির পরে।