ফের একবার মোদী বন্দনায় ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন 'ভালো বন্ধু' ও 'অত্যন্ত স্মার্ট মানুষ' বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প ভারতের উচ্চ আমদানি শুল্ক নীতি সম্পর্কে কথা বলেন। সেই সময়ই ট্রাম্প বলেন, 'প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি আমেরিকায় এসেছিলেন। আমরা সবসময়ই খুব ভালো বন্ধু। ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে একটি। এরা খুব স্মার্ট। তিনি (মোদী) খুব স্মার্ট ব্যক্তি এবং আমার একজন ভালো বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে এবং আমি মনে করি, ভারত ও আমাদের দেশের মধ্যে খুব ভালো ফলাফল হবে এর। আমি বলতে চাই, আপনাদের (প্রশ্নকর্তা ভারতীয় সাংবাদিক) একজন মহান প্রধানমন্ত্রী আছেন।'
উল্লেখ্য, ২ এপ্রিল থেকে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতও রয়েছে। ট্রাম্প বারবার ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে এসেছেন। তিনি বিগত দিনে ভারতকে 'শুল্কের রাজা' বলে অভিহিত করেছিলেন। ট্রাম্পের কথায়, 'ভারতের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির একটি। আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরাও তাদের ওপর সেই শুল্ক চার্জ করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।'
এদিকে সম্প্রতি নয়াদিল্লিতে আসা মার্কিন কর্তারা নাকি ভারতীয় আমলাদের কাছে দাবি করেছিলেন, শুল্ক ইস্যুতে চিন, মেক্সিকো এবং কানাডার মতো আচরণ করা হবে না ভারতের সঙ্গে। এদিকে প্রতিশোধমূলক শুল্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতের বিরুদ্ধে সুর নরম করতে পারেন, তার ইঙ্গিতও মিলেছে সম্প্রতি। তাঁর সাম্প্রতিককালের এক বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে তিনি এই নীতিটি পুনর্বিবেচনা করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে অনেক দেশকে প্রতিশোধমূলক শুল্ক থেকে ছাড় দেওয়া হতে পারে। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের মধ্যে ৫৫ শতাংশের ওপর শুল্ক কমাতে রাজি হতে পারে ভারত। মার্কিন প্রতিশোধমূলক শুল্ক থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হতে পারে। একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গিয়েছে যে এই শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মোট রফতানির ৮৭ শতাংশকে প্রভাবিত করতে পারে।
এদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।