
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রস্তুতি নেওয়া হয়েছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটারের জন্য। সেখানে প্রায় ৩০ কিলোমিটার কম গতিতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তার ফলে তাণ্ডব চললেও ওড়িশায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল। দু'জনের অবশ্য মৃত্যু হয়েছে। উপকূলবর্তী একাধিক গ্রামও জলবন্দি হয়ে গিয়েছে। অন্যদিকে, পূর্বাভাস পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট অনেকটাই কম থাকল। কিন্তু ভরা কোটালের যুগলবন্দিতে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
পূর্ব মেদিনীপুর : উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা।
দুর্যোগ মিটতেই শহরের বন্ধ উড়ালপুলগুলি খুলে দিল কলকাতা পুলিশ - আরও পড়ুন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দল : রামনগর ২ ব্লকের কালিন্দীতে তিনজন তলিয়ে যাচ্ছিলেন। খবর খেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। তাঁদের উদ্ধার করা হয়েছে।
বাংলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, ‘ইয়াস’ এবং ভরা কোটালের মধ্যে তথ্য দিলেন মমতা – আরও পড়ুন।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও ভরা কোটালের ধাক্কায় বিপর্যস্ত গঙ্গাসাগর। একাধিক এলাকায় জমে গিয়েছে জল। সাঁড়াশি আক্রমণে দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী একাধিক এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামের পর গ্রামে ঢুকে গিয়েছে জল। ড্রোন ছবিতে দেখুন গঙ্গাসাগরের ক্ষয়ক্ষতির মাত্রা
আরও দুর্বল হয়ে পড়ল 'ইয়াস'। গত ছ'ঘণ্টায় তা আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী দু'ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও ভরা কোটালে প্লাবিত হলদিয়ার বিস্তীর্ণ এলাকা। জল দাঁড়িয়ে গিয়েছে একাধিক জায়গায়। মঙ্গলবার রাত থেকে এলাকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। তারইমধ্যে ভরা কোটালের জেরে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত দেখুন ভিডিয়োয়
হাইটাইড আসছে, জোয়ারের সময় বিদ্যুৎ বন্ধ রাখতে বলব, জানালেন মুখ্যমন্ত্রী – আরও পড়ুন
ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর দাপটে ওড়িশায় মৃত্যু হল দু'জনের। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জেনা জানান, পূর্বাভাসের তুলনায় দুর্বলভাবে আছড়ে পড়ায় বড়সড় কোনও ক্ষতি এড়ানো গিয়েছে।
‘রাজ্য সরকার এবার যথেষ্ট ভালো কাজ করেছে’, দিলীপের গলায় প্রশংসার সুর – আরও পড়ুন
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় : ক্ষয়ক্ষতির হিসেব করতে ৭২ ঘণ্টা সময় লাগবে। সাগর, দিঘা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পর্যবেক্ষণ বৈঠক। রামনগর ২-তে মৃত্যু হয়েছে।
26 May 2021, 03:29 PM ISTটালিগঞ্জে উপড়ে পড়ল গাছ, নামল এনডিআরএফ, সতর্ক প্রশাসন - আরও পড়ুন
ঝড় চলে গেলেই ত্রাণশিবির থেকে বাড়ি চলে যাবেন না, কাল আসবে কোটালের বান: মমতা – আরও পড়ুন
26 May 2021, 03:11 PM ISTবেলুড় মঠের মধ্যে ঢুকে পড়ল জল। ঘূর্ণিঝড় 'ইয়াস' এবং ভরা কোটালের দাপটে বুধবার গঙ্গার জলস্তর বেড়ে যায়। তার জেরে বেলুড় মঠের মধ্যে জল ঢুকে যায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়
ভুবনেশ্বরের আবহাওয়া দফতর : ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আগামিকাল পর্যন্ত বৃষ্টি চলবে। আগামিকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
26 May 2021, 02:31 PM ISTমমতা বন্দ্যোপাধ্যায় : শুক্রবার পূর্ব মেদিনীপুরের দিকে যাওয়ার চেষ্টা করব। তারপর দক্ষিণ ২৪ পরগনার দিকে যাওয়ার চেষ্টা করব।
ঘূর্ণিঝড় 'ইয়াস' এবং ভরা কোটাল - জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনায় উপকূলবর্তী এলাকাগুলি। বুধবার সকাল থেকেই সেখানে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ক্রমশ বাড়তে থাকে জলের স্তর। একাধিক জায়গায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তার জেরে গ্রামে ঢুকে পড়ে জল। কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগরের মতো জায়গায় একাধিক গ্রামে জল ঢুকে পড়েছে। বিস্তারিত দেখুন ভিডিয়ো -
মমতা বন্দ্যোপাধ্যায় : রাতে (রাত ৮ টা ৩৫ মিনিট) বান আসবে। আগামিকালও আসবে। পাঁচ ফুটের মতো জলোচ্ছ্বাস উঠবে। এক কোটির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভরা কোটালের মধ্যে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর দাপটে রীতিমতো বিপর্যস্ত দিঘা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে মঙ্গলবার রাত থেকেই দিঘায় জলোচ্ছ্বাস বাড়তে শুরু করে। ক্রমশ বাড়তে থাকে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। সকাল থেকে ক্রমশ বাড়তে থাকে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। গার্ডরেল টপকে দিঘা ও নিউ দিঘায় হু হু করে ঢুকতে থাকে সমুদ্রের জল। তার জেরে প্লাবিত দিঘার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত বাজার-হাট, রাস্তাঘাট। গ্রামে জল দাঁড়িয়ে গিয়েছে। দিঘা থানার সামনে ৪-৫ ফুট জল দাঁড়িয়ে যায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়
মমতা বন্দ্যোপাধ্যায় : বাড়ি ফিরবেন না। আর একটা দিন কষ্ট করে থাকুন। ১৫ লাখ ৪০৬ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিন লাখের মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবির চলছে ১৪,০০০। বাঁধ ভেঙেছে ১৩৪ টি। ১০ কোটি টাকার ত্রিপল, কাপড় দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে এসে গিয়েছিলেন। তারপর জাল ফেলতে গিয়েছিলেন। সেখানে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে। এটা অ্যাক্সিডেন্টাল (দুর্ঘটনাবশত) মৃত্যু।
সাগরের কপিলমুণির আশ্রম চত্বরে একবুক জল, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা – আরও পড়ুন
26 May 2021, 01:46 PM ISTআলিপুর আবহাওয়া দফতর : আপাতত বালাসোরের উত্তর এবং উত্তর-পশ্চিমে ১৫ কিলোমিটারে আছে। পশ্চিমবঙ্গে সার্বিকভাবে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝড় হয়েছে। সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত দিঘায় ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার , ডায়মন্ড হারবারে ঘণ্টায় সর্বোচ্চ ২৬ কিলোমিটার, কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিমি, ফ্রেজারগঞ্জে ঘণ্টায় সর্বোচ্চ ৬৮ কিলোমিটার বেগে ঝড় বইছে।
মৌসম ভবন : সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বালাসোরের ২০ কিলোমিটার দক্ষিণ দিয়ে উত্তর ওড়িশা উপকূল পার করেছে। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৫৫ কিলোমিটারে পৌঁছে যায়। আগামী ৩ ঘণ্টায় সেটি আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী ৬ ঘণ্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
কলকাতায় ‘টর্নেডোর’ আশঙ্কা, বাড়িতেই থাকার পরামর্শ মমতার – আরও পড়ুন।
ভরা কোটালের মধ্যে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর দাপটে রীতিমতো বিপর্যস্ত দিঘা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে মঙ্গলবার রাত থেকেই দিঘায় জলোচ্ছ্বাস বাড়তে শুরু করে। ক্রমশ বাড়তে থাকে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। সকাল থেকে ক্রমশ বাড়তে থাকে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। গার্ডরেল টপকে দিঘা ও নিউ দিঘায় হু হু করে ঢুকতে থাকে সমুদ্রের জল। তার জেরে প্লাবিত দিঘার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত বাজার-হাট, রাস্তাঘাট। গ্রামে জল দাঁড়িয়ে গিয়েছে। দিঘা থানার সামনে ৪-৫ ফুট জল দাঁড়িয়ে যায়। মন্দারমণি, শংকরপুর, তাজপুরেও হুড়মুড়িয়ে জল ঢুকেছে। কয়েকটি হোটেলেও জল ঢুকে গিয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল জল। ১৭,২০০ কিউসেক দল ছাড়া হল।
ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা : ধামরা এবং বালাসোরে আছড়ে পড়েছে ইয়াস। পরে ময়ূরভঞ্জ জেলায় চলে যাবে। ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটারের মতো আছে ঝড়ের বেগ।
26 May 2021, 10:49 AM ISTওড়িশা : ভদ্রক জেলার ধামরাতে সমুদ্রের জল ঢুকে পড়েছে আবাসনে।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর দাপটে ওড়িশায় মৃত্যু হল একজনের। কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামের ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে যাওয়া গাছের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। বালাসোরে গাছের চাপা পড়ে গুরুতর আহত হলেন এক ২০ বছরের যুবক।
26 May 2021, 09:51 AM ISTমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : ভরা কোটালের জন্য আরও বিপদের আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : বাংলা অনেকটাই জলের কবলে পড়েছে। উপকূলবর্তী এলাকার গ্রামে ঢুকছে জল। সাগর, মন্দারমণির মতো জায়গায় নদীবাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ৭০ কিলোমিটার নদীবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫১ টি বাঁধ ভেঙেছে। নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ ১৫ টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা থেকে মানুষ সরানো হচ্ছে। ২০,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত হয়েছে।
26 May 2021, 09:43 AM ISTকেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) : তিন ঘণ্টা স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া চলবে। বালাসোরের দক্ষিণ উপকূলে ছুঁয়েছে।
সমস্ত উড়ালপুল বন্ধ করল কলকাতা ট্র্যাফিক পুলিশ, জাতীয় সড়কেও যান নিয়ন্ত্রণ – আরও পড়ুন।
26 May 2021, 09:17 AM ISTমৌসম ভবন : শুরু হল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। সকাল ন'টা থেকে শুরু হয়েছে। আপাতত সেটি বালাসোরের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব ৫০ কিলোমিটার অবস্থান করছে।
কিছুটা দুর্বল হল 'ইয়াস', আছড়ে পড়ার সময় সর্বোচ্চ ১৫৫ কিমি বেগে বইবে ঝড় – আরও পড়ুন।
26 May 2021, 09:08 AM ISTপশ্চিমবঙ্গ : কলকাতা এবং হলদিয়ায় হচ্ছে বৃষ্টি।
ওড়িশা : বালাসোরের চাঁদিপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
ওড়িশা : গঞ্জাম জেলার গোপালপুরের কাছে সমুদ্রে কয়েকজন মৎস্যজীবীকে দেখা যায়। সেই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর : আপাতত দিঘায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিঘায় সকাল ৬ টা ১৯ মিনিটে ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে হাওয়া দিয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এখনও পর্যন্ত কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার, ফ্রেজারগঞ্জে ঘণ্টায় ৬২ কিলোমিটার।
26 May 2021, 08:18 AM IST'ইয়াস'-এর মোকাবিলায় বাংলায় মোতায়েন ১৭ কলম সেনা, উদ্ধারকাজে তৈরি আরও ৯ কলম – আরও পড়ুন।
মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আপাতত (সকাল ৫ টা ৩০ মিনিট) ধামরার পূর্বে ৪০ কিলোমিটার, দিঘার দক্ষিণে ৯০ কিলোমিটার এবং বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘ইয়াস’। শেষ ছ'ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়।
কয়েক ঘণ্টার মধ্যে প্রবল শক্তি নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ইয়াস – আরও পড়ুন।
'ইয়াস'-এর আশঙ্কায় কলকাতার আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধের নির্দেশিকা দিল কলকাতা পুলিশ। বন্ধ থাকছে মা উড়ালপুল, তারাতলা, গার্ডেনরিচ, পার্কস্ট্রিট, উল্টোডাঙা, চিংড়িঘাটা, গড়িয়াহাট এবং এজেসি বোস রোড উড়ালপুল থাকছে।
পূর্ব মেদিনীপুর : উত্তাল হয়ে উঠেছে ওল্ড দিঘার সমুদ্র। গার্ডরেল টপকে জল ঢুকে পড়েছে সমুদ্রতটের এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা : কাকদ্বীপ, সাগর, নামখানা, মৌসুনি দ্বীপ, পাথরপ্রতিমায় চলছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ফ্রেজারগঞ্জেও প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। একাধিক জায়গায় বাঁধের জলস্তর বেড়ে গিয়েছে। একই অবস্থা সন্দেশখালিতেও।
26 May 2021, 07:38 AM ISTপারাদ্বীপ : সকাল থেকেই চলছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
ওড়িশা : এখনও এসে পৌঁছায়নি ‘ইয়াস’। তাতেই রীতিমতো তাণ্ডব চলছে ভদ্রক জেলার ধামারায়।
পূর্ব মেদিনীপুর : ঝোড়ো হাওয়া বইছে দিঘার সমুদ্র সৈকতে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। হাওয়ার গতিবেগের কারণে রীতিমতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বেড়েছে জলস্তর। গার্ডওয়াল পেরিয়ে ঢুকছে জল।
সহায় উচ্চচাপ বলয়, পশ্চিমবঙ্গ থেকে ছিটকে গেল ঘূর্ণিঝড় ইয়াস – আরও পড়ুন।
26 May 2021, 06:59 AM ISTকিছুটা দুর্বল হল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। স্থলভাগে আছড়ে পড়ার সময় ‘ইয়াস’-এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ বেগ থাকবে ১৫৫ কিলোমিটার। ওড়িশার কেন্দ্রপাড়া, ভদ্রক এবং বালাসোর জেলায় সেই বেগ থাকবে।
ওড়িশা : ‘ইয়াস’-এর প্রভাবে ভদ্রক জেলার ধামারায় চলছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই ভদ্রক জেলার ধামারার উত্তরেই আছড়ে পড়তে চলেছে ‘ইয়াস’।
‘ইয়াস’ আছড়ে পড়ার আগে মঙ্গলবার মুড়িগঙ্গা নদীর বাঁধে ফাটল। তার জেরে আতঙ্ক তৈরি হয় সাগরের শিলপাড়া গ্রামে। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশ শুরু হয় নদীবাঁধ মেরামতির কাজ। সেচ দফতরের আধিকারিকদের পাশাপাশি কাজে হাত দেন স্থানীয়রা।
বুধবার আছড়ে পড়তে চলেছে ‘ইয়াস’। মঙ্গলবার আবহাওযা অফিস জানিয়েছে, ওড়িশার তুলনায় পশ্চিমবঙ্গে 'ইয়াস'-এর দাপট অনেকটাই কম থাকছে। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি প্রভাব পড়বে। দাপট কম থাকলেও ‘ইয়াস’-এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। হাওয়া অফিসের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, কোথায় কত বৃষ্টি হবে। বিস্তারিত দেখুন ভিডিয়োয়
পূর্ব মেদিনীপুর : অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর দাপটে উত্তাল দিঘার সমুদ্র।
মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আপাতত (ভোর ৪ টে ৩০ মিনিট) ধামরার পূর্বে ৬০ কিলোমিটার, পারাদ্বীপের পূর্ব ও উত্তর-পূর্ব ৯০ কিলোমিটার, দিঘার দক্ষিণে ১০০ কিলোমিটার এবং বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘ইয়াস’।
26 May 2021, 06:45 AM ISTআজ (বুধবার) দুপুরে আছড়ে পড়তে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে ধামরার (ভদ্রক জেলা) উত্তরে এবং বালাসোরের দক্ষিণে স্থলভাগে প্রবেশ করবে। সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তার প্রভাবে ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি-ঝড় হলেও তা আমফানের মতো বিধ্বংসী হবে না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports