
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৪ বছরের একটি পুরনো খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হলেন জাতীয়তাবাদী কংগ্রেসের সাংসদ মহম্মদ ফয়জল। বুধবার লাক্ষাদ্বীপের কাভারত্তির একটি আদালত সেই মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৪ সাল থেকে তিনি সংসদে লক্ষাদীপের এনসিপি সাংসদ ছিলেন। এর ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কংগ্রেস। তিনি ছাড়াও, তাঁর ভাই সহ আরও ৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার বয়ান অনুসারে, সাংসদ সহ ২৩ জনের বিরুদ্ধে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিএম সাঈদের জামাই পদনাথ সালিহকে খুনের চেষ্টা করেছিলেন। রাজনৈতিক কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এদিকে, মামলা চলছিল লাক্ষাদ্বীপের আদালতে। অবশেষে চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় সাহিলকে কেরালায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকমাস তাঁর চিকিৎসা চলে। সূত্রের খবর, ফয়জল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কেরালা হাইকোর্টের দ্বারস্থ হবেন। যদিও এবিষয়ে ফয়জলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ফয়জল যেহেতু অপরাধী সাব্যস্ত হয়েছেন তাই তাঁকে সাংসদ পদ থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছিল যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports