চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের দেখা গিয়েছে অ্যান্টি নিউক্লিয়ার, কেমিক্যাল ও বায়োলজিকাল যুদ্ধেj মহড়া দিতে। কমান্ডো, সশস্ত্র বাহিনীর জওয়ানদের নিয়ে এই কেমিক্য়াল যুদ্ধের মহড়ার ছবি সামনে এসেছে। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের আওতায় থাকা তিব্বত মিলিটারি রিজিয়নের আওতায় এই মহড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব যখন প্রকট তখনই সামনে এসেছে এই ছবি। নভেম্বরের শেষ দিকে ২৪ ঘণ্টা ব্যপী এই অনুশীলন হয়েছে বলে দাবি করা হয়েছে। পিএলএ নিউজ পোর্টালে এই খবর সামনে এসেছে। এদিকে সচরাচর চিনের অফিসিয়াল মিলিটারি মিডিয়া সশস্ত্র বাহিনী ও অপ্রচলিত অস্ত্র নিয়ে মহড়ার কথা প্রকাশ্য়ে আনে না। ত ওই প্রতিবেদনে ড্রিলের ব্য়াপারে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তবে ঠিক কোথায় এই মহড়া হয়েছে সেব্যাপারে কিছু বলা হয়নি। উল্লেখ করা হয়েছে, তিব্বত মিলিটারি এরিয়া কমান্ডের আওতায় একটি যৌথ মিলিটারি ব্রিগেডের মহড়া হয়েছে। একটি তুষার আবৃত মালভূমিতে নভেম্বরের শেষের দিকে এই অনুশীলন হয়েছে। হেডলাইনে উল্লেখ করা হয়েছে, একটি সিনথেটিক ব্রিগেডের মহড়া এটি। কমান্ডিং অফিসার নিউক্লিয়ার, বায়োলজিকাল ও কেমিক্যাল হানা নিয়েও সতর্ক করেন। উল্লেখ করা হয়েছে, লি কুনফিং, থার্ড ব্যাটেলিয়নের কমান্ডার গ্যাস মাস্ক পরে বিষাক্ত জোনের মধ্যে দিয়ে বেরিয়ে গেলেন। এরপর কমান্ড পোস্টে গিয়ে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিলেন। প্রশ্ন উঠছে এই মহড়ার মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চাইছে চিন?