সালটা ২০২৩। কেন্দ্রীয় সরকার চালু করেছিল মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্প। পোশাকি নাম—মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পের মাধ্যমে পোস্ট অফিস এবং ব্যাঙ্কে সর্বোচ্চ দু’লাখ টাকা জমাতে পারবেন মহিলারা। এবার এই প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাত পোহালেই প্রকল্পটিতে ইতি পড়বে। ইতিমধ্যেই কোনও ব্যাঙ্ক বা ডাকঘরের শাখা যাতে আর নতুন করে ১ এপ্রিল থেকে এই প্রকল্পের অ্যাকাউন্ট না খোলে সেটার নির্দেশিকা জারি হয়েছে। দু’বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, মহিলারা এই প্রকল্পে সুদ পাবেন বার্ষিক ৭.৫ শতাংশ হারে।
কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ প্রকল্পই টোপ বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেতারা। তবে এই প্রকল্পে সাড়া দিলেন না দেশের মহিলারা। যার ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প। মাত্র দু’বছর আগে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রকল্পটি চালু করলেও তা সাফল্যের মুখ দেখল না। নারী সুরক্ষা এবং নারীদের সম্মানের কথা বারবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বললেও তেমন কোনও প্রকল্প সাড়া ফেলেনি দেশে। আর আগামিকাল মঙ্গলবার থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: ‘ধর্ম জাতিভেদ রাজনীতির মঞ্চে আসা উচিত নয়’, ইদ পালন করে সংহতির বার্তা সাংসদ রচনার
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী যেভাবে গোটা দেশে চর্চিত হয়েছে এবং বিদেশের মাটিতে স্বীকৃতি পেয়েছে তেমন কোনও প্রকল্প কেন্দ্রীয় সরকারের পায়নি। বরং লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে নানা প্রকল্প হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। তারপরও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সাফল্য পেল না। তাই কোনও উপায় না পেয়ে কেন্দ্রীয় সরকার এবার বন্ধই করছে প্রকল্প। মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার কথা বলে একদা এই প্রকল্প নিয়ে দেশের আনাচে কানাচে প্রচার চালিয়েছিল বিজেপি। আর এখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে, আগামী ৩১ মার্চের পর থেকে এই স্কিমে আর নতুন কোনও ডিপোজিট গ্রহণ করা হবে না।