আইন ভেঙে মেসেজিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট পরিষেবা WhatsApp। সম্প্রতি ফেসবুক সংস্থার মালিকানাধীন অ্যাপের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারতীয় নজরদারি সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।গত মার্চ মাসে সিসিআই-এর কাছে WhatsApp-এর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ জমা পড়ে। অভিযোগ, অনৈতিক পথে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবসায় ভাগ বসাচ্ছে WhatsApp।রয়টার্সের দাবি, অভিযোগকারী একজন আইনজীবী। তবে তাঁর বিশদ পরিচয় জানাতে রাজি হয়নি সংবাদসংস্থা। এ দিকে কিছু দিনের মধ্যেই ভারতে নিজস্ব ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে WhatsApp। ২০১৮ সাল থেকেই পরীক্ষামূলক ভাবে এই প্ল্যাটফর্মের বেটা টেস্টিং চালিয়ে যাচ্ছে সংস্থা। এ হেন সময় ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত অনিয়মের অভিযোগ ব্র্যান্ডের ভাবমূর্তি নষ্ট করবে বলে আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের। এবার সিসিআই অভিযোগের ভিত্তিতে WhatsApp-এর বিরুদ্ধে সবিস্তারে অনুসন্ধান শুরু করবে না কি মামলাটি মুলতুবি রাখবে, সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে WhatsApp-এর ৪০ লাখ ভারতীয় গ্রাহকের থেকে ব্যবসা পাওয়ার সম্ভাবনা।