বিকল্প সারের ব্যবহার বাড়াতে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বুধবার সকালের বাজেটে নির্মলা ‘পিএম-প্রণাম’ (প্রোগ্ৰাম ফর রেস্টোরেশন অ্যাওয়ারনেস, নারিশমেন্ট অ্যান্ড অ্যামিল অফ মাদার আর্থ) প্রকল্পের ঘোষণা করেন। রাজ্যগুলিকে এই প্রকল্পের আওতায় ইনসেনটিভ দেওয়ার কথাও জানানো হয় বাজেটে। বাজার চলতি যেসব সার রয়েছে খাদ্যশস্যের আমাদের শরীরে যায়। এর ফলে একদিকে খাবারের পুষ্টিগুণ কমে যায়। অন্যদিকে, ক্ষতিকর রাসায়নিক শরীরে জমে দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়। এছাড়াও এমন সার ব্যবহারের ফলে পরিবেশ দূষণও বাড়ে। এবারে বাজার চলতি এমন ক্ষতিকর সারের বিরুদ্ধেই পদক্ষেপ নিল ২৩-এর বাজেট। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সারের ব্যবহার বাড়াতেই এমন প্রকল্পের ঘোষণা করা হয়।
এর পাশাপাশি এদিন নির্মলা জানান, সবমিলিয়ে মোট ৩০টি স্কিল ইন্ডিয়া জাতীয় কেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি, এর মাধ্যমেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার চতুর্থ অধ্যায় শুরু হবে। এর মাধ্যমে লক্ষাধিক তরুণ প্রশিক্ষণ দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। ২০২১ সালে কেন্দ্রের তরফে কৌশল বিকাশ যোজনার তৃতীয় পর্যায় শুরু করা হয়েছিল। দেশের তরুণদের কাজের দক্ষতা বাড়াতে ৩০০টিরও বেশি দক্ষতামূলক কোর্স করানোর ব্যবস্থা করা হয়।
বুধবার অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকারকে ইউনিটি মল নির্মাণে উৎসাহিত করা হবে। এছাড়াও সেখানে ‘একটি জেলা একটি দ্রব্য’ প্রকল্পের আওতায় সামগ্ৰী বিক্রি করতে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি বিক্রির সামগ্রীর মধ্যে জিআই ট্যাগ রয়েছে এমন দ্রব্যও থাকবে। দেশের পর্যটন অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে ‘চ্যালেঞ্জ মোড’ প্রকল্পের আওতায় ৫০টি গন্তব্যকে বেছে নেওয়া হবে। সেই গন্তব্যগুলিতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজে উৎসাহও দেওয়া হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক