বিমান ভারী হয়ে গিয়েছে। ফলে উত্তরণ করতে সমস্যা হচ্ছে। আর তার কারণে ‘ব্রিটিশ এয়ারওয়েজে’র ‘ইজি জেট’-এর বিমান উত্তরণ করতে পারছিল না। এই দাবি সামনে রেখেই বিমানের ১৯ জন যাত্রীকে রানওয়েতে নামিয়ে বিমান পাড়ি দিল গন্তব্যের উদ্দেশে। এই খবর প্রকাশিত হয়েছে ‘ম্যানচেস্টার ইভনিং নিউজ’ এ।
স্পেনের লানজারোতে বিমানবন্দর থেকে লিভারপুলের জন লেনন বিমানবন্দরে আসছিল বিমানটি। বিমানটি বুধবার ৯.৪৫ মিনিটে টেক অফ করার কথা ছিল। তবে বিমানের 'টেক অফ' করতে দেরি হওয়ায় বিমানের রওনা দেওয়ার সময় পাল্টে যায়। বিমান খুব বেশি ভারী হওয়ায় বিমান উত্তরণ করতে পারছিল না বলে জানা যায়। খবর অনুযায়ী, বলা হচ্ছে, খারাপ আবহাওয়া, ছোট রানওয়ে আর বিমান ভারী হওয়ায় টেক অফের সমস্যা হচ্ছিল। এই দাবি করে সমস্যার কথা খোদ জানান পাইলট, বলে খবর প্রকাশিত হয়েছে। পাইলটকে বলতে শোনা গিয়েছে,'আপনারা অনেক বেশিজন এখানে থাকায় বিমান ভারী হয়ে গিয়েছে।' তিনি আরও বলেন, ‘ভারী বিমানের সঙ্গে বেশ ছোট্ট রানওয়ে, আর ল্যানজারোতের আবহাওয়ার খারাপ অবস্থা, সব মিলিয়ে এই বিমানের উত্তরণ করার ক্ষেত্রে বিমানটি বেশ ভারী।’ সেই মুহূর্তে পাইলটই বিমান হালকা করে দেওয়ার পরামর্শ দেন। তখনই ওই বিমানকে নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হ। বলা হয় যাঁরা রাজি থাকবেন, তাঁদের ৫০০ ইউরো দেওয়া হবে।
( Video: সিন্ধুনদ পার করে শত্রু ঘাঁটি দমনের লক্ষ্য! লাদাখে ঝড় তুলল ভারতীয় সেনার মহড়া)
পাইলট নিজেই বলেন, ২০ জন এমন যাত্রী যাঁরা নিজে থেকে ৫০০ ইউরোর বদলে বিমান থেকে নেমে যেতে চান, তাঁরা যেন এগিয়ে আসেন। এই বক্তব্য শুনে বেজায় ক্ষুব্ধ হন যাত্রীরা। বিমান সংস্থার এহেন আচরণে তাঁরা ক্ষুব্ধ হন। এই পরিস্থিতিতে ১৯ জন যাত্রী বিমামবন্দরে থেকে যেতে সম্মত হন। গোটা পরিস্থিতি নিয়ে ধুন্ধুমার অবস্থা হয়।