মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার এআই১১৯ উড়ানে বোমাতঙ্ক। ফোন করে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই আবহে মাঝ আকাশ থেকেই দেশে ফিরতে বাধ্য হয় সেই বিমানটি। প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে নিরাপদে অবতরণ করে মুম্বই বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে বর্তমানে বিমানটিতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলির। অবশ্য পরে জানা যায়, হুমকির ফোনটি ভুয়ো ছিল। (আরও পড়ুন: 'উচিত হয়নি…', ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মার অবসরের দাবি সৌগতর)
আরও পড়ুন: 'ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে…', বাংলাদেশ নিয়ে মধ্যরাতের বার্তা হাসিনার
আরও পড়ুন: 'সৌগত দাদুকে একটু বকা দেবেন', রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 'খোঁচা' মমতাকে
উল্লেখ্য, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যেতে নির্ধারিত এয়ার ইন্ডিয়ার উড়ানটির প্রায় ১৫ ঘন্টা সময় লাগবে। এই উড়ানটি এবার ১১ মার্চ ভোর ৫টায় ছাড়বে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সেই উড়ানে থাকা ৩০৩ যাত্রীর সবার জন্যে হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। খাবারের বন্দোবস্ত করা হয়েছে। (আরও পড়ুন: আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ? বাংলাদেশ সফরের পরিকল্পনা পাক উপপ্রধানমন্ত্রীর)
আরও পড়ুন: 'রাজ্য সভাপতি হবেন বলে ৩ মাস পিছিয়েছে দিলীপের বিয়ে'; তথাগত রায় বললেন...
উল্লেখ্য, বোমাতঙ্কের জেরে বিগত কয়েক মাসে ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় কয়েকশো উড়ান ব্যাহত হয়েছে। ধারাবাহিক ভাবে এই বোমাতঙ্কের জেরে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয় সংস্থাগুলিকে। এই আবহে বোমতঙ্ক ইস্যুতে বড় পদক্ষেপ করা হয়। দিল্লি, কলকাতা, মুম্বইয়ের মতো বিমানবন্দরগুলিতে এবার বিশেষ কমিটি গঠন করা হয়। রিপোর্ট অনুযায়ী, এই 'বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি'তে সিআইএসএফ , বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা থাকবেন। এবার থেকে কোনও বোমাতঙ্কের হুমকি এলে সেই কমিটি তা খতিয়ে দেখবে। (আরও পড়ুন: সম্পর্ক কি জুড়বে মার্ক কার্নির আমলে? ভারত নিয়ে কী ভাবেন ট্রুডোর উত্তরসূরি)