IT Survey in BBC Office:'সাংবাদিকদের সঙ্গে অভদ্র আচরণ, কাজ করতে না দেওয়া' নিয়ে অভিযোগ, আয়কর সমীক্ষা নিয়ে বিবিসি খুলল মুখ
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2023, 06:14 PM ISTবিবিসির হিন্দি ওয়েবসাইটে প্রকাশিত এক আর্টিক্যালে লেখা হয়েছে,'বিবিসির সাংবাদিকদের অনেক ঘণ্টার জন্য কাজ করতে দেওয়া হয়নি। আয়কর কর্মীরা এবং পুলিশকর্মীরাও বহু সাংবাদিকের সঙ্গে অভদ্র ব্যবহার করেন।' বিবিসির দাবি, অফিসে সংবাদিকদের কম্পিউটার খতিয়ে দেখা হয়েছে। ফোনে নজর রাখা হয়েছে। এছাড়াও জানতে চাওয়া হয়েছে দফতর কীভাবে কাজ করে। ওই আর্টিক্যালে লেখা হয়েছে,'এসবের সঙ্গেই দিল্লি অফিসে কর্মরত সাংবাদিকদের নিজের লেখা লেখা থেকে বিরত থাকতে বলা হয় এই সমীক্ষা সম্পর্কে।'
বিবিসি দফতরে আয়কর সমীক্ষা নিয়ে বড়সড় অভিযোগ বিবিসির। ফাইল ছবি। (Photo by Sajjad HUSSAIN / AFP)