'ভারত যদি বেয়াদবি করে, তাহলে দিল্লি ধরে টান দেব'- এমনই ভাষাপ্রয়োগ করলেন ইসলামি ধর্মগুরু মুফতি কাজি মহম্মদ ইব্রাহিম। বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় তিনি ভারতকে আক্রমণ শানান। তিনি হুংকার দেন, যদি ভারত বেয়াদবি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ থেকে প্রকৃত দাবি তোলা হবে। টান দেওয়া হবে দিল্লিকে।
বাংলাদেশে হিন্দুরা সুখে-শান্তিতে আছে, দাবি ইসলামি ধর্মগুরুর
যদিও কীভাবে দিল্লিকে 'টান দেওয়া হবে' এবং ‘প্রকৃত’ দাবি কী, সেটা ব্যাখ্যা করেননি ইসলামি ধর্মগুরু। যে ব্যক্তিকে মিথ্যা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কাটাতে হয়েছিল জেলে। আর এখন সেই ধর্মগুরু দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বলে ভুয়ো প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের উপরে কোনও অত্যাচার করা হচ্ছে না। তাঁরাও বলছেন যে ভালো আছেন। সুরক্ষিত রয়েছেন বাংলাদেশে। কিন্তু ভারতই দাবি করছে যে বাংলাদেশে হিন্দুরা সুখে-শান্তিতে নেই। তাঁদের উপরে অত্যাচার চালানো হচ্ছে।
তবে শুধু মুফতি একা নন, বাংলাদেশের কয়েকজন ভারতের বিরুদ্ধে মাঝেমধ্যেই এরকম ‘গরম-গরম’ মন্তব্য করছেন। সংশ্লিষ্ট মহলের মতে, নিজেদের প্রচারের আলোয় তুলে আনতে এবং টালবাহানার বাংলাদেশে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে এরকম ‘গরম-গরম’ কথা বলছেন কেউ-কেউ। আর সেজন্যই বিভিন্ন উদ্ভট কাজকর্ম করা হচ্ছে। কেউ-কেউ ভারতীয় স্ত্রী'র শাড়ি বা ভারতীয় বেডশিট পুড়িয়ে দিচ্ছেন। আর পুরোটাই গিমিক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে চক্রান্ত ভারতের, দাবি সারজিসের
আর তারইমধ্যে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম দাবি করেছেন, কীভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া যায়, তা নিয়ে চক্রান্ত করে যাচ্ছে ভারত। চালানো হচ্ছে ষড়যন্ত্র। শেখ হাসিনার আওয়ামি লিগ যাতে ফের বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারে, সেই চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ বাংলাদেশের মানুষের শরীরে এক ফোঁটাও রক্ত থাকবে, ততক্ষণ সর্বশক্তি দিয়ে ভারতের যাবতীয় চক্রান্ত রুখে দেওয়া হবে।
কারও তাঁবেদারি করবে না বাংলাদেশে, দাবি সারজিসের
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরও দাবি করেন, যতদিন যাবে, তত বাংলাদেশের মানুষের লড়াইটা কঠিন হবে। বাংলাদেশের মানুষ ভারতের তাঁবেদারি করবেন না বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস।
যদিও দু'জনের মন্তব্য নিয়েই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সম্ভবত জবাবও দেওয়া হবে না।